শুদ্ধ বানান কোনটি?
A
শূণ্য
B
চূর্ণ
C
রুপক
D
গূণ্য
উত্তরের বিবরণ
✦ শব্দ এবং তাদের অর্থ ও শ্রেণী
-
চূর্ণ (বিশেষণ)
-
অর্থ:
-
কণায় পরিণত পদার্থ, গুঁড়ো
-
চুন
-
সুগন্ধি গুঁড়ো
-
আবির
-
-
বিশেষণ পদ: গুঁড়ো করা হয়েছে এমন, চূর্ণীকৃত, সম্পূর্ণ ভগ্ন, গুঁড়োয় পরিণত।
-
উৎস: সংস্কৃত শব্দ
-
-
শূন্য (বিশেষণ)
-
অর্থ: পরিমাণ বা আয়তনের অভাব
-
-
রূপক (বিশেষ্য)
-
অর্থ:
-
যে অর্থালংকারে উপমান ও উপমেয়কে অভেদ কল্পনা করা হয়
-
যেসব কাব্য বা নাটকে কোনো তত্ত্বকে রূপ দেওয়া হয়
-
-
-
গুণ্য (বিশেষণ)
-
অর্থ: গুণ করতে হবে এমন
-
0
Updated: 1 month ago
চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?
Created: 1 month ago
A
দীর্ঘ
B
অতিদীর্ঘ
C
সংক্ষিপ্ত
D
অপরিবর্তিত
চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া সংক্ষিপ্ত হয়
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
Created: 2 weeks ago
A
মনসামঙ্গল
B
চন্ডীমঙ্গল
C
চর্যাপদ
D
শ্রীকৃষ্ণকীর্তন
চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা বাংলা ভাষার সূচনালগ্নের সাহিত্যিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়। এটি মূলত বৌদ্ধ সাধকদের রচিত গানের সংকলন, যেখানে ধর্মীয় দর্শন, মানবজীবনের অভিজ্ঞতা ও আধ্যাত্মিকতার প্রকাশ ঘটেছে।
-
চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ হিসেবে স্বীকৃত।
-
এটি বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ, কবিতা সংকলন ও গানের সংকলন।
-
এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
-
হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
-
সুকুমার সেন তাঁর ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (প্রথম খণ্ড)’ গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম উল্লেখ করেছেন।
-
অপরদিকে ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত ‘Buddhist Mystic Songs’ গ্রন্থে ২৩ জন কবির নাম পাওয়া যায়।
-
চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুইপা।
-
সর্বাধিক পদ রচয়িতা কাহ্নাপা, তিনি ১৩টি পদ রচনা করেন, যার মধ্যে ১২টি পদ আবিষ্কৃত হয়েছে।
-
দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা ভুসুকুপা, যিনি ৮টি পদ রচনা করেছেন।
0
Updated: 2 weeks ago
‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
Created: 2 months ago
A
চলিত
B
সাধু
C
প্রাকৃত
D
কোল
'অদ্য' শব্দটি সাধু ভাষারীতির উদাহরণ । 'অদ্য' শব্দের চলিত রুপ হলো এখন।
0
Updated: 2 months ago