Bluetooth কিসের উদাহরণ?
A
Personal Area Network
B
Local Area Network
C
Virtual Private Network
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
Personal Area Network (PAN) এবং Bluetooth
Personal Area Network (PAN)
PAN হলো একটি ছোট পরিসরের নেটওয়ার্ক, যা মূলত ব্যক্তির নিজের কাছাকাছি থাকা ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়।
-
PAN সাধারণত কয়েক মিটার পর্যন্ত বিস্তৃত হয়।
-
এটি USB Bus বা FireWire Bus এর মাধ্যমে সংযুক্ত হতে পারে।
-
PAN-এ ব্যবহৃত প্রধান ডিভাইসগুলোর মধ্যে রয়েছে: ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ইত্যাদি।
Bluetooth:
Bluetooth হলো স্বল্প দূরত্বে ডিভাইসগুলোর মধ্যে ওয়্যারলেসভাবে ডেটা আদান-প্রদানের একটি প্রযুক্তি।
-
এটি মূলত Wireless Personal Area Network (WPAN) হিসেবে কাজ করে।
-
Bluetooth রেডিও ফ্রিকোয়েন্সি (RF) প্রযুক্তি ব্যবহার করে এবং 2.4GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
-
Bluetooth-এর সাধারণ কার্যকরী পরিসর ১০ মিটার, তবে শক্তিশালী ব্যাটারির মাধ্যমে এটি ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যায়।
-
এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 স্ট্যান্ডার্ড অনুসরণ করে।
-
আজকাল কম্পিউটার, মোবাইল, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রে Bluetooth ব্যবহৃত হয়।
উৎস: মাহবুবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
0
Updated: 1 month ago
Time-shared OS-এর জন্য কোন sheduling policy সবচেয়ে ভাল?
Created: 1 month ago
A
First come first serve
B
Round-robin
C
Shortest job first
D
Last come first serve
Time-shared Operating System (OS)
টাইম শেয়ারিং হলো এক ধরনের অপারেটিং সিস্টেম, যেখানে একটি কেন্দ্রীয় কম্পিউটারকে একাধিক ব্যবহারকারী একই সময়ে ব্যবহার করতে পারে। প্রত্যেক ব্যবহারকারী মনে করে সে আলাদা কম্পিউটার ব্যবহার করছে, যদিও বাস্তবে সবার কাজ খুব অল্প সময়ের ভাগে ভাগ হয়ে প্রসেস করা হয়।
Round Robin Scheduling Policy
টাইম-শেয়ারড সিস্টেমে প্রসেস বা ব্যবহারকারীর কাজগুলোকে সমান সুযোগ দেওয়ার জন্য Round Robin শিডিউলিং ব্যবহার করা হয়। এতে প্রতিটি প্রসেসকে নির্দিষ্ট সময় (time quantum) দেওয়া হয়। সময় শেষ হলে কাজটি সাময়িকভাবে থেমে গিয়ে অন্য প্রসেসকে সুযোগ দেওয়া হয়। এভাবে পালাক্রমে সবার কাজ এগোয়।
একইভাবে সার্ভার সিস্টেমেও রাউন্ড রবিন নীতি ব্যবহার করা যায়। যেমন— যদি একটি কোম্পানির একাধিক সার্ভার থাকে, তাহলে প্রথম ব্যবহারকারীকে প্রথম সার্ভারে, দ্বিতীয় ব্যবহারকারীকে দ্বিতীয় সার্ভারে পাঠানো হয়। এভাবে ঘুরে ঘুরে সবার মধ্যে কাজ ভাগ করে দেওয়া হয়।
তাই টাইম-শেয়ারড অপারেটিং সিস্টেমের জন্য Round Robin scheduling-ই সবচেয়ে উপযোগী।
উৎস: Computerhope website
0
Updated: 1 month ago
10101111 এর 1's complement কোনটি?
Created: 1 month ago
A
1111 1111
B
0000 0000
C
0101 0000
D
1100 0011
10101111 এর 1's complement 0101 0000.
• ১ এর পরিপূরক গঠন (1's complement form)
বাইনারি সংখ্যায়, ০ এর স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে সংখ্যাটির ১ এর পরিপূরক (1's complement form) করা হয়।
অর্থাৎ সংখ্যার বিট গুলোকে উল্টিয়ে দেয়া হয়।
এখানে,
10101111 এর স্থানে বিট গুলোকে উল্টিয়ে 0101 0000 হলো ১ এর পরিপূরক (1's complement).
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
0
Updated: 1 month ago
Mobile Phone-এর কোনটি input device নয়?
Created: 2 months ago
A
Keypad
B
Touch Screen
C
Camera
D
Power Supply
পেরিফেরাল ডিভাইস
কম্পিউটারের সাথে সংযুক্ত যে হার্ডওয়্যারগুলো ডেটা ইনপুট বা আউটপুট হিসেবে কাজ করে, সেগুলোকে কম্পিউটার পেরিফেরাল ডিভাইস বলা হয়। পেরিফেরাল ডিভাইসগুলো মূলত তিন ধরনের হয়ে থাকে:
ইনপুট ডিভাইস
যেসব ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারী বা পরিবেশ থেকে তথ্য কম্পিউটারে পৌঁছায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
কীবোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
ট্র্যাকবল (Trackball)
-
জয়স্টিক (Joystick)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
বারকোড রিডার (Barcode Reader)
-
পয়েন্ট-অফ-সেল (Point-of-sale)
-
OMR, OCR
-
স্ক্যানার (Scanner)
-
লাইটপেন (Lightpen)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
আউটপুট ডিভাইস
যেসব ডিভাইস কম্পিউটারের প্রক্রিয়াকৃত তথ্য ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে, সেগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
ফিল্ম রেকর্ডার (Film Recorder)
-
হেডফোন (Headphone)
ইনপুট-আউটপুট ডিভাইস
যেসব ডিভাইস একই সময়ে তথ্য গ্রহণ ও প্রদর্শন করতে পারে, সেগুলোকে ইনপুট-আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
হার্ড ডিস্ক (Hard Disk)
-
CD/DVD
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
পেনড্রাইভ (Pendrive)
বিঃদ্রঃ পাওয়ার সাপ্লাই (Power Supply) কোনো ইনপুট ডিভাইস নয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago