একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
A
Tuples
B
Attributes
C
Tables
D
Rows
উত্তরের বিবরণ
একটি ডাটাবেজে একাধিক টেবিল থাকতে পারে।
-
দুটি বা ততোধিক টেবিলের মধ্যে কোনো একটি সাধারণ ফিল্ডের ভিত্তিতে সংযোগ স্থাপন করা হয়, এটিই রিলেশনশীপ।
-
এই রিলেশন ব্যবহার করে টেবিল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নতুন ডাটা টেবিল তৈরি করা যায়।
-
একাধিক রিলেশনযুক্ত টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
-
আধুনিক ডাটাবেজ সফটওয়্যারের অধিকাংশই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS) হিসেবে ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
Created: 1 month ago
A
http
B
www
C
URL
D
HTML
URL বা Uniform Resource Locator হলো একটি ওয়েবসাইট বা ওয়েব পেইজের ঠিকানা, যা ইন্টারনেটে একটি নির্দিষ্ট অবস্থান নির্দেশ করে। প্রতিটি ওয়েবসাইটের একটি একক বা Unique ঠিকানা থাকে। কোনো ওয়েব পেইজকে প্রদর্শন করার জন্য ওয়েব ব্রাউজারে ঠিকানা নির্দিষ্টভাবে দেওয়া প্রয়োজন।
-
URL এর পূর্ণরূপ: Uniform Resource Locator
-
ওয়েবসাইট বা পেইজের ঠিকানা URL দ্বারা বোঝানো হয়
-
পৃথিবীতে প্রতিটি ওয়েবসাইটের একটি অদ্বিতীয় নাম থাকে
-
ওয়েব ব্রাউজারে কোনো পেইজ প্রদর্শনের জন্য URL ব্যবহার করা হয়
-
URL হলো ওয়েবসাইটের একক ঠিকানা
উদাহরণ: https://www.abcd.com/home
https: প্রোটোকল
www.abcd.com
: ওয়েব সার্ভারের নাম বা ডোমেইন নেম
home: ডিরেক্টরি নাম বা পাথ
0
Updated: 1 month ago
কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
Created: 1 month ago
A
ekhanei.com
B
olx.com
C
google.com
D
amazon.com
ই-কমার্স
ই-কমার্স বলতে ইলেকট্রনিক কমার্স বোঝায়। এটি এমন একটি বাণিজ্য ব্যবস্থা যেখানে ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমের মাধ্যমে পণ্য বা সেবা কেনা-বেচা হয়। আধুনিক ই-কমার্স সাধারণত ওয়াল্ড ওয়াইড ওয়েব (WWW) ব্যবহার করে পরিচালিত হয়।
ই-কমার্সের সুবিধাসমূহ:
-
ক্রেতারা ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে বিশ্বজুড়ে বাজারজাতকারীদের পণ্য ও সেবা খুঁজতে পারে।
-
প্রয়োজন অনুযায়ী অর্ডার দেওয়া যায় এবং পণ্য ডেলিভারী খুব দ্রুত পাওয়া যায়।
-
ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই উপকৃত হয়।
-
এটি মূলত ডিজিটাল ডাটা প্রসেসিং-এর মাধ্যমে পরিচালিত হয়, যেখানে তথ্য আদান-প্রদান ইন্টারনেট বা উন্মুক্ত নেটওয়ার্কের মাধ্যমে হয়।
ই-কমার্সের কিছু উদাহরণ:
-
Amazon.com – অনলাইনে পণ্য কেনাবেচার জন্য পরিচিত ওয়েবসাইট।
-
Ekanei.com, Olx.com – অনলাইনে কেনাবেচার জন্য ব্যবহৃত অন্যান্য জনপ্রিয় সাইট।
সার্চ ইঞ্জিন
সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার সিস্টেম যা ওয়েবসাইট বা অনলাইনে তথ্য খুঁজে পেতে ব্যবহৃত হয়।
জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর উদাহরণ:
-
Google.com
-
Yahoo.com
-
Bing.com
সার্চ ইঞ্জিন মূলত ই-কমার্স বা অন্যান্য তথ্য সহজে খুঁজে পেতে সাহায্য করে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
0
Updated: 1 month ago
নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
Created: 1 month ago
A
ফেসবুক
B
টুইটার
C
লিংকড ইন
D
উইকিপিডিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যম
সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এমন প্ল্যাটফর্মকে বোঝায়, যেখানে মানুষ ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও মিথস্ক্রিয়া করতে পারে।
উদাহরণ: ফেসবুক, টুইটার, লিংকডইন, গুগল প্লাস ইত্যাদি।
ফেসবুক
-
ফেসবুকের প্রতিষ্ঠাতা: মার্ক জুকারবার্গ
-
প্রতিষ্ঠার সাল: ২০০৪
-
বর্তমান পদ: চেয়ারম্যান ও সিইও
-
সদর দপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
টুইটার
-
টুইটার একটি জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট
-
প্রতিষ্ঠার তারিখ: ২১ মার্চ, ২০০৬
-
সদর দপ্তর: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
লিংকডইন
-
LinkedIn মূলত একটি ব্যবসায়িক (বিজনেস-ওরিয়েন্টেড) সামাজিক যোগাযোগ মাধ্যম
-
প্রতিষ্ঠাতা: রেইড হফম্যান, জিন-লুক ভায়ান্ট, এরিক লি, কনস্টান্টিন গেরিক, অ্যালেন ব্লু
-
প্রতিষ্ঠার সাল: ২০০২
-
সদর দপ্তর: সানি ভ্যালি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
-
মাতৃপক্ষ: মাইক্রোসফট কর্পোরেশন
উইকিপিডিয়া
-
উইকিপিডিয়া হলো একটি ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ, যেখানে যে কেউ তথ্য সংযোজন ও সম্পাদনা করতে পারে।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, নবম-দশম শ্রেণি
0
Updated: 1 month ago