আইনের প্রাচীনতম উৎস কোনটি?

Edit edit

A

ধর্ম

B

আইনসভা

C

প্রথা

D

বিচারকের রায়

উত্তরের বিবরণ

img

  • রাষ্ট্র ও আইনসভা প্রতিষ্ঠার বহু আগে থেকেই সমাজে প্রথা বিদ্যমান ছিল। মানুষের আচার-আচরণ ও রীতিনীতি দীর্ঘদিন ধরে পালিত হতে হতে প্রথাভিত্তিক আইনে পরিণত হয়। তাই প্রথাই আইনের প্রাচীনতম উৎস।

আইন:

  • ফার্সি ভাষায় "আইন" শব্দের অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম।

  • সমাজ জীবনে প্রচলিত বিধি-বিধানকেই আইন বলা হয়।

  • মানবজাতির বৃহত্তর কল্যাণে মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র যে বিধিনিষেধ প্রণয়ন করে, সাধারণভাবে সেগুলোকেই আইন বলা হয়।

  • আইন বিভিন্ন উৎস থেকে সৃষ্টি হয়েছে।

  • আইনের উৎসসমূহ হলো: প্রথা বা রীতিনীতি, ধর্ম, বিচারকের রায়, ন্যায়বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনসভা।

  • আইনের অন্যতম প্রাচীন উৎস হলো প্রথা।

  • প্রাচীনকাল থেকে সমাজে অধিকাংশ মানুষের দ্বারা সমর্থিত, স্বীকৃত ও পালিত আচার-ব্যবহার, রীতি-নীতি ও অভ্যাসকেই প্রথা বলা হয়।

  • প্রাচীনকালে কোনো লিখিত আইনের অস্তিত্ব ছিল না।

  • তখন মানুষের আচরণ প্রথা, অভ্যাস ও রীতি-নীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হতো।

  • কালক্রমে অনেক প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়ে আইনের মর্যাদা লাভ করে।

উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মোঃ মোজাম্মেল হক।

Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে? 

Created: 1 month ago

A

যুক্তরাষ্ট্র 

B

কানাডা 

C

জাপান 

D

চীন

Unfavorite

0

Updated: 1 month ago

২০২৫ সালের জন্য বাংলাদেশ সরকার কোনটিকে ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছে?

Created: 3 weeks ago

A

হস্তশিল্প

B

ফার্নিচার পণ্য

C

চামড়াজাত পণ্য

D

ইলেকট্রনিক্স

Unfavorite

0

Updated: 3 weeks ago

'শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন'- উক্তিটি করেন কে? 

Created: 1 day ago

A

বেনথাম

B

সক্রেটিস

C

প্লেটো

D

এরিস্টটল

Unfavorite

0

Updated: 1 day ago

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD