অধ্যাপক হল্যান্ডের মতে নিচের কোনটি আইনের উৎস নয়?
A
প্রথা
B
ধর্ম
C
জনমত
D
বিচারকের রায়
উত্তরের বিবরণ
-
অধ্যাপক হল্যান্ড আইনের ৬টি উৎস উল্লেখ করেছেন।
-
তিনি জনমতকে সরাসরি আইনের উৎস হিসেবে অন্তর্ভুক্ত করেননি।
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎসগুলো হলো:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
দেশের একমাত্র রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি?
Created: 1 month ago
A
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
B
আরিস্টোফার্মা লিমিটেড
C
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড
D
রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বাংলাদেশে রাষ্ট্রীয় উদ্যোগে ওষুধ উৎপাদনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জনস্বাস্থ্য রক্ষা ও দেশের অভ্যন্তরে মানসম্পন্ন ওষুধ সরবরাহের জন্য এটি ধারাবাহিকভাবে কাজ করে আসছে।
-
দেশের একমাত্র রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)।
-
১৯৬২ সালে গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যালস ল্যাবরেটরি (GPL) নামে কার্যক্রম শুরু করে।
-
১৯৭৯ সালে নাম পরিবর্তন করে ফার্মাসিউটিক্যালস প্রোডাকশন ইউনিট (PPU) রাখা হয়।
-
১৯৮৩ সালে জনস্বাস্থ্য রক্ষা ও মানসম্মত ওষুধ উৎপাদনের উদ্দেশ্যে এটি আধুনিকভাবে প্রতিষ্ঠিত হয়।
-
সরকারি হাসপাতাল, সিভিল সার্জন অফিস, ইউনিসেফ, WHO, আইসিডিডিআরবিসহ বিভিন্ন সংস্থায় মানসম্পন্ন ওষুধ সরবরাহ করে।
-
এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে কতজন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন?
Created: 1 month ago
A
২৫০ জন
B
৩০০ জন
C
৩৫০ জন
D
৩৩০ জন
বাংলাদেশের আইনসভা (জাতীয় সংসদ)
-
আইনসভা: বাংলাদেশের তিনটি সরকারের বিভাগের মধ্যে অন্যতম।
-
রূপ: এককক্ষবিশিষ্ট।
-
মোট সদস্য সংখ্যা: ৩৫০
-
৩০০ জন সদস্য নাগরিকদের সরাসরি ভোটে নির্বাচিত
-
৫০ আসন মহিলাদের জন্য সংরক্ষিত
-
-
নির্বাচনী ব্যবস্থা:
-
দেশকে ৩০০টি নির্বাচনী এলাকায় ভাগ করা।
-
প্রতিটি এলাকা থেকে একজন সংসদ-সদস্য নির্বাচিত।
-
সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা সাধারণ আসনে নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হন।
-
মহিলা সদস্যরা চাইলে সরাসরি সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
-
-
সংসদীয় নেতৃত্ব:
-
একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন, যাদের নির্বাচন সংসদ সদস্যদের ভোটে হয়।
-
প্রধানমন্ত্রী সাধারণত সংসদের নেতা।
-
দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
-
-
কার্যকাল: পাঁচ বছর।
-
সংসদ অধিবেশন:
-
একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন অনুষ্ঠিত হয়।
-
কমপক্ষে ৬০ জন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়।
-
-
সংসদ ভাঙার ক্ষমতা: প্রয়োজনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভাঙতে পারেন।
0
Updated: 1 month ago
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি?
Created: 3 weeks ago
A
দলীয় সংগঠনবিহীন
B
দলীয় কর্মসূচিবিহীন
C
নির্বাচনে প্রার্থী না দেওয়া
D
উপরের সবগুলো
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হল সরকারি নীতিকে প্রভাবিত করা। এটি এমন একটি জনসমষ্টি, যা সমজাতীয় স্বার্থে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। সাধারণত চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য সংখ্যা রাজনৈতিক দলের তুলনায় কম এবং অভিন্ন স্বার্থের কারণে তারা ঐক্যবদ্ধ থাকে। সাংগঠনিক দিক থেকে এগুলো রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল হলেও সরকারি সিদ্ধান্তকে নিজেদের স্বার্থের অনুকূলে প্রভাবিত করাই তাদের প্রধান উদ্দেশ্য।
-
বৈশিষ্ট্য:
-
দলীয় সংগঠনবিহীন
-
দলীয় কর্মসূচিবিহীন
-
নির্বাচনে প্রার্থী না দেওয়া
-
সরকারি নীতিকে প্রভাবিত করা
-
সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত নয়
-
সমজাতীয় মনোভাব
-
বেসরকারি সংগঠন
-
0
Updated: 3 weeks ago