অধ্যাপক হল্যান্ডের মতে নিচের কোনটি আইনের উৎস নয়?
A
প্রথা
B
ধর্ম
C
জনমত
D
বিচারকের রায়
উত্তরের বিবরণ
-
অধ্যাপক হল্যান্ড আইনের ৬টি উৎস উল্লেখ করেছেন।
-
তিনি জনমতকে সরাসরি আইনের উৎস হিসেবে অন্তর্ভুক্ত করেননি।
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎসগুলো হলো:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
Created: 1 month ago
A
মৈত্রী ভবন
B
বাংলা হাউস
C
বর্ধমান হাউস
D
সাহিত্য ভবন
বাংলা একাডেমি
-
বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
-
প্রতিষ্ঠিত: ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর, ১৯৫৫), ঢাকা।
-
বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস।
-
উদ্বোধন করেন আবু হোসেন সরকার।
-
১৯৬০ সালে ‘দি বেঙ্গলী একাডেমি অ্যাক্ট’ গৃহীত হলে এটি সরকারি অর্থে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করে।
উল্লেখযোগ্য তথ্য:
-
প্রথম মহাপরিচালক: প্রফেসর মযহারুল ইসলাম।
-
প্রথম সভাপতি: মাওলানা আঁকরাম খাঁ।
-
১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করছে।
0
Updated: 1 month ago
বাংলাদেশে বসবাসরত কোন নৃগোষ্ঠীর মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা রয়েছে?
Created: 1 month ago
A
চাকমা
B
মারমা
C
গারো
D
সাঁওতাল
গারো নৃগোষ্ঠী বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরা মূলত উত্তর-মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বসবাস করে, পাশাপাশি ভারতের মেঘালয় রাজ্যেও তাদের বসতি রয়েছে। নৃ-বৈজ্ঞানিক দিক থেকে তারা মঙ্গোলীয় জাতির তিব্বতি-বর্মী শাখার অন্তর্ভুক্ত।
-
বসবাস: টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও গাজীপুর।
-
ঘনবসতিপূর্ণ এলাকা: ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া; নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা; শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী; টাঙ্গাইলের মধুপুর।
-
নৃ-বিজ্ঞান অনুযায়ী: মঙ্গোলীয় জাতির তিব্বতি-বর্মী শাখার বোড়ো উপশাখা।
-
সমাজব্যবস্থা: মাতৃতান্ত্রিক।
-
উত্তরাধিকারী কন্যা: নক্না।
-
আত্মপরিচয়: আচিক্ মান্দে।
-
প্রধান গোত্র: সাংমা, মারাক, মোমিন, শিরা ও আরেং।
-
প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম (ব্যাপ্টিস্ট ও ক্যাথলিক সম্প্রদায়)।
-
প্রধান উৎসব: ওয়ানগালা (ধান কাটার উৎসব, ফসল উৎসব)।
-
তুলনামূলকভাবে: চাকমা, মারমা ও সাঁওতাল সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক।
আদি ইতিহাস
-
আদি বাসভূমি ছিল চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিনকিয়াং প্রদেশ।
-
পরবর্তীতে তারা তিব্বত, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশে বিস্তার লাভ করে।
-
প্রায় ৪ থেকে ৪.৫ হাজার বছর আগে গারো পাহাড়ে বসতি স্থাপন করে।
-
সর্বশেষ তারা ময়মনসিংহ অঞ্চলে এসে আশ্রয় নেয় এবং সেখানে ক্ষুদ্র সামন্তরাজ্য প্রতিষ্ঠা করে।
0
Updated: 1 month ago
২০২৬ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 1 month ago
A
নাইরোবি, কেনিয়া
B
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
C
ইয়াউন্দে, ক্যামেরুন
D
জেনেভা, সুইজারল্যান্ড
WTO (World Trade Organization) হলো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্য দেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
-
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ, ইয়াউন্দে, ক্যামেরুনে।
0
Updated: 1 month ago