আইনের প্রাচীনতম উৎস কোনটি?
A
ধর্ম
B
আইনসভা
C
প্রথা
D
বিচারকের রায়
উত্তরের বিবরণ
-
রাষ্ট্র ও আইনসভা প্রতিষ্ঠার বহু আগে থেকেই সমাজে প্রথা বিদ্যমান ছিল। মানুষের আচার-আচরণ ও রীতিনীতি দীর্ঘদিন ধরে পালিত হতে হতে প্রথাভিত্তিক আইনে পরিণত হয়। তাই প্রথাই আইনের প্রাচীনতম উৎস।
আইন:
-
ফার্সি ভাষায় "আইন" শব্দের অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম।
-
সমাজ জীবনে প্রচলিত বিধি-বিধানকেই আইন বলা হয়।
-
মানবজাতির বৃহত্তর কল্যাণে মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র যে বিধিনিষেধ প্রণয়ন করে, সাধারণভাবে সেগুলোকেই আইন বলা হয়।
-
আইন বিভিন্ন উৎস থেকে সৃষ্টি হয়েছে।
-
আইনের উৎসসমূহ হলো: প্রথা বা রীতিনীতি, ধর্ম, বিচারকের রায়, ন্যায়বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনসভা।
-
আইনের অন্যতম প্রাচীন উৎস হলো প্রথা।
-
প্রাচীনকাল থেকে সমাজে অধিকাংশ মানুষের দ্বারা সমর্থিত, স্বীকৃত ও পালিত আচার-ব্যবহার, রীতি-নীতি ও অভ্যাসকেই প্রথা বলা হয়।
-
প্রাচীনকালে কোনো লিখিত আইনের অস্তিত্ব ছিল না।
-
তখন মানুষের আচরণ প্রথা, অভ্যাস ও রীতি-নীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হতো।
-
কালক্রমে অনেক প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়ে আইনের মর্যাদা লাভ করে।
উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইবুনাল বিষয়টি কত নং অনুচ্ছেদে সন্নিবেশ করা হয়েছে?
Created: 1 month ago
A
১১১ নং
B
১১৩ নং
C
১১৭ নং
D
১১৯ নং
প্রশাসনিক ট্রাইব্যুনাল (অনুচ্ছেদ ১১৭)
-
বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগের তৃতীয় পরিচ্ছেদে ১১৭ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের বিষয়বস্তু উল্লেখ রয়েছে।
১১৭ (১) অনুযায়ী ট্রাইব্যুনাল গঠনের উদ্দেশ্য:
সংসদ আইনের মাধ্যমে এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে নিম্নলিখিত ক্ষেত্রে:
-
সরকারি চাকরির শর্ত ও শাস্তি: সংবিধানের নবম ভাগে বর্ণিত বিষয় এবং সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিদের চাকরির শর্ত, যেমন জরিমানা বা অন্যান্য শাস্তি।
-
রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সরকারি কর্তৃপক্ষ: এ ধরনের উদ্যোগ বা কর্তৃপক্ষের পরিচালনা ও ব্যবস্থাপনা, চাকরি বিষয়ক বিষয় এবং সরকারের মালিকানাধীন বা পরিচালিত সম্পত্তির ক্রয়, প্রশাসন, ব্যবস্থাপনা ও বণ্টন।
-
আইনের বিষয়: সংবিধানের ১০২(৩) অনুচ্ছেদে উল্লেখিত কোনো আইনের বিষয়।
১১৭ (২) অনুযায়ী ট্রাইব্যুনালের ক্ষমতা:
-
যদি কোনো প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হয়, তবে তার এখতিয়ারের আওতাভুক্ত বিষয়ে অন্য কোনো আদালত মামলা গ্রহণ বা আদেশ দিতে পারবে না।
-
তবে সংসদ আইনের মাধ্যমে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা আপিলের ব্যবস্থা করতে পারে।
উল্লেখযোগ্য:
-
ষষ্ঠ ভাগে মোট ৩টি পরিচ্ছদ রয়েছে:
-
১ম পরিচ্ছদ: সুপ্রীম কোর্ট (অনুচ্ছেদ ৯৪–১১৩)
-
২য় পরিচ্ছদ: অধস্তন আদালত (অনুচ্ছেদ ১১৪–১১৬)
-
৩য় পরিচ্ছদ: প্রশাসনিক ট্রাইব্যুনাল (অনুচ্ছেদ ১১৭)
-
উৎস:
0
Updated: 1 month ago
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪(১) অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা'র প্রথম কত চরণ নেওয়া হয়?
Created: 1 month ago
A
৮
B
১০
C
১২
D
১৪
বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগ, ৪ নং অনুচ্ছেদে দেশের জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী সংরক্ষিত আছে।
-
জাতীয় সঙ্গীত: প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত হলো **‘আমার সোনার বাংলা’**র প্রথম দশ চরণ।
-
জাতীয় পতাকা: সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।
-
জাতীয় প্রতীক: উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, যার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর সংযুক্ত পত্র এবং উভয় পার্শ্বে দুইটি করে তারকা।
-
উপরোক্ত সব দফা-সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত অন্যান্য বিধানাবলী আইন দ্বারা নির্ধারিত হবে।
উৎস:
0
Updated: 1 month ago
লাহোর প্রস্তাব কবে পেশ করা হয়েছিল?
Created: 1 month ago
A
১৯৩৫ সালে
B
১৯৪০ সালে
C
১৯৪৭ সালে
D
১৯৪৯ সালে
লাহোর প্রস্তাব ১৯৪০ সালে ভারতীয় মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নির্দেশনা হিসেবে আবির্ভূত হয়। এটি মুসলিমদের স্বতন্ত্র রাজনৈতিক অধিকার ও আবাসভূমি নিশ্চিত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছিল।
প্রধান তথ্যগুলো হলো:
-
তারিখ ও স্থান: ১৯৪০ সালের ২৩ মার্চ, লাহোর শহরে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে প্রস্তাবটি পেশ করা হয়।
-
প্রস্তাবকের নাম: বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক প্রস্তাবটি সভায় পেশ করেন।
-
সভাপতি: প্রস্তাবটি জিন্নাহর সভাপতিত্বে গৃহীত হয়।
-
বৈশিষ্ট্য: প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।
-
প্রস্তাবে পাকিস্তান শব্দটি উল্লেখিত ছিল না, তবুও এটি পরবর্তীতে ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিতি লাভ করে।
-
প্রস্তাবটি ভারতীয় মুসলমানদের মধ্যে স্বতন্ত্র আবাসভূমির ধারণা সৃজন করে।
-
কংগ্রেস নেতৃবৃন্দ প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।
-
প্রস্তাবে ভারতে একাধিক মুসলিম রাষ্ট্রের কথা বলা হলেও, ১৯৪৬ সালের দিল্লি অধিবেশনে শুধুমাত্র পাকিস্তান প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়।
0
Updated: 1 month ago