রাষ্ট্রবিজ্ঞানী জন অস্টিনের মতে আইনের উৎস কয়টি?
A
১টি
B
২টি
C
৪টি
D
৬টি
উত্তরের বিবরণ
-
জন অস্টিন আইনের দৃষ্টবাদী তত্ত্বের কঠোর সমর্থক ছিলেন। তার মতে, আইনের একমাত্র উৎস হলো ‘সার্বভৌমের আদেশ’ (Sovereign Command)।
আইন:
-
আইন হলো ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণমূলক নিয়মের সমষ্টি, যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।
-
জন অস্টিনের মতে আইনের উৎস মাত্র ১টি:
১. সার্বভৌমের আদেশ। -
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ৬টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা -
ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
Created: 1 month ago
A
শিল্প মন্ত্রণালয়
B
অর্থ মন্ত্রণালয়
C
প্রধানমন্ত্রীর কার্যালয়
D
বাণিজ্য মন্ত্রণালয়
বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনতা উত্তর ১৯৭২ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে এ মন্ত্রণালয়কে বিভিন্ন পর্যায়ে পুনর্গঠন করা হয়।
-
১৯৮১ খ্রিস্টাব্দে: বাণিজ্য মন্ত্রণালয়কে দুটি বিভাগে বিভক্ত করা হয় – বাণিজ্য বিভাগ এবং বৈদেশিক বাণিজ্য বিভাগ
-
১৯৮২ খ্রিস্টাব্দে: শিল্পের সঙ্গে একীভূত হয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় হিসেবে আত্মপ্রকাশ করে; এ সময় বাণিজ্য বিভাগ, শিল্প বিভাগ এবং পাট বিভাগ মন্ত্রণালয়ের আওতাভুক্ত হয়
-
১৯৮৫ খ্রিস্টাব্দ থেকে: পুনরায় বাণিজ্য মন্ত্রণালয় হিসেবে কার্যক্রম শুরু
বাণিজ্য মন্ত্রণালয়ের উপর অর্পিত কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত অধীনস্থ দপ্তর ও সংস্থা রয়েছে:
-
রপ্তানি উন্নয়ন ব্যুরো
-
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন
-
আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর
-
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
-
যৌথমূলধন কোম্পানী
0
Updated: 4 weeks ago
বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল কে?
Created: 1 month ago
A
এ এম আমিন উদ্দিন
B
মাহবুবে আলম
C
মো. আসাদুজ্জামান
D
ব্যারিস্টার রফিক-উল হক
বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল
-
নাম: মো. আসাদুজ্জামান
-
পদে যোগদান: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক নিয়োগপ্রাপ্ত
-
সংবিধান ভিত্তি: অনুচ্ছেদ ৬৪(১) অনুসারে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
-
পূর্বসূরি: এ. এম. আমিন উদ্দিন
-
পেশাগত পরিচয়: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী
অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব
-
সরকারের প্রধান আইন পরামর্শক ও প্রধান আইন কর্মকর্তা।
-
বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।
-
পদাধিকারবলে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি হন।
-
সাধারণত জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্য থেকে সরকার তাকে নিয়োগ দিয়ে থাকে।
0
Updated: 4 weeks ago
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে?
Created: 1 month ago
A
ষাট গম্বুজ মসজিদ
B
বায়তুল মোকাররম মসজিদ
C
শাহ সুজা মসজিদ
D
তারা মসজিদ
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোট:
- 'বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১২ আগস্ট, ২০২৫ থেকে বাজারে এসেছে।
- এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি।
- নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটিতে থাকছে নীল রঙের আধিক্য।
- নোটের সামনে বাঁ পাশে আছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি।
- নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে আছে সুন্দরবনের ছবি।
- নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।
তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।
0
Updated: 1 month ago