৪৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি পরীক্ষা - ১ (বিষয়ভিত্তিক) (উত্তরপত্র)
35.00 Ques
35.00 Marks
15.00 Mins
0.50 Neg
Total Question
/ 35
Subject
1.
‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ এটি কার উক্তি?
Created: 3 months ago
A
সুফিয়া কামাল
B
কায়কোবাদ
C
জসীমউদ্দীন
D
জীবনানন্দ
বাংলা
বাংলা কবিতা
অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা

0
Updated: 3 months ago
2.
‘প্রিয় স্বাধীনতা’ কবিতার কবি কে?
Created: 3 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
বেগম সুফিয়া কামাল
D
শামসুর রাহমান
বাংলা
অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা

0
Updated: 3 months ago
3.
'জননী' উপন্যাসের লেখক কে?
Created: 3 months ago
A
আবুল ফজল
B
শওকত ওসমান
C
জহির রায়হান
D
আবুল মনসুর
বাংলা
অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা

0
Updated: 3 months ago
4.
'ছন্দের জাদুকর' বলা হয় কাকে?
Created: 3 months ago
A
সুকান্ত ভট্টাচার্য
B
সত্যেন্দ্রনাথ দত্ত
C
সুকুমার রায়
D
সমরেশ বসু
বাংলা
অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা

0
Updated: 3 months ago
5.
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস?
Created: 3 months ago
A
শেষের কবিতা
B
পথের পাঁচালী
C
কুহেলিকা
D
বিষাদ-সিন্ধু
বাংলা
অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা

0
Updated: 3 months ago
6.
চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
Created: 2 months ago
A
মাইকেল মধুসূদন দত্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
অমিয় চক্রবর্তী
D
বিষ্ণু দে
বাংলা
সনেট
শিক্ষক নিবন্ধন পরীক্ষা

0
Updated: 2 months ago
7.
নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-
Created: 2 months ago
A
পারমাণবিক জ্বালানি
B
পীট কয়লা
C
ফুয়েল সেল
D
সূর্য
সাধারণ বিজ্ঞান
বাংলাদেশের বিদ্যুৎ শক্তি
বিসিএস

0
Updated: 2 months ago
8.
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ-
Created: 2 months ago
A
রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে
B
বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
C
উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
D
সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
সাধারণ বিজ্ঞান
বিসিএস

0
Updated: 2 months ago
9.
যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-
Created: 2 months ago
A
লাল, হলুদ, নীল
B
লাল, কমলা, বেগুনী
C
হলুদ, সবুজ, নীল
D
লাল, নীল, সবুজ
সাধারণ বিজ্ঞান
বিসিএস

0
Updated: 2 months ago
10.
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-
Created: 2 months ago
A
মূল মধ্যরেখা
B
কর্কটক্রান্তি রেখা
C
মকরক্রান্তি রেখা
D
আন্তর্জাতিক তারিখ রেখা
সাধারণ বিজ্ঞান
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
ভৌগোলিক রেখা
বিসিএস

0
Updated: 2 months ago
11.
মাছ অক্সিজেন নেয়-
Created: 2 months ago
A
মাঝে মাঝে পানির উপর নাক তুলে
B
পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
C
পটকার মধ্যে জমানো বাতাস হতে
D
পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
সাধারণ বিজ্ঞান
বিসিএস

0
Updated: 2 months ago
12.
কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-
Created: 2 months ago
A
ভিটামিন 'এ'
B
ভিটামিন 'সি'
C
লৌহ
D
ক্যালসিয়াম
সাধারণ বিজ্ঞান
বিসিএস

0
Updated: 2 months ago
13.
সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে-
Created: 2 months ago
A
তামার দণ্ড ও দস্তার দণ্ড
B
তামার পাত ও দস্তার পাত
C
কার্বন দণ্ড ও দস্তার কৌটা
D
তামার দণ্ড ও দস্তার কৌটা
সাধারণ বিজ্ঞান
বিসিএস

0
Updated: 2 months ago
14.
দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ -
Created: 2 months ago
A
এতে বিদ্যুতের অপচয় কম হয়
B
এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
C
অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
D
প্রয়োজনমতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
সাধারণ বিজ্ঞান
বাংলাদেশের বিদ্যুৎ শক্তি
বিসিএস

0
Updated: 2 months ago
15.
সংকর ধাতু পিতলের উপাদান হলো-
Created: 2 months ago
A
তামা ও টিন
B
তামা ও দস্তা
C
তামা ও নিকেল
D
তামা ও সীসা
সাধারণ বিজ্ঞান
বিসিএস

0
Updated: 2 months ago
16.
আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে-
Created: 2 months ago
A
অক্সিজেন ও গ্লুকোজ
B
অক্সিজেনে ও রক্তের আমিষ
C
ইউরিয়া ও গ্লুকোজ
D
এমাইনো এসিড ও কার্বন ডাইঅক্সাইড
সাধারণ বিজ্ঞান
বিসিএস

0
Updated: 2 months ago
17.
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না-
Created: 2 months ago
A
মহাকর্ষ বলের জন্য
B
মাধ্যাকর্ষণ বলের জন্য
C
আমরা স্থির থাকার জন্য
D
পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য
সাধারণ বিজ্ঞান
বিসিএস

0
Updated: 2 months ago
18.
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
Created: 2 months ago
A
পেট্রোলিয়াম
B
কয়লা
C
প্রাকৃতিক গ্যাস
D
বায়োগ্যাস
সাধারণ বিজ্ঞান
বিসিএস

1
Updated: 2 months ago
19.
বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা-
Created: 2 months ago
A
তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে
B
তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
C
যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
D
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
সাধারণ বিজ্ঞান
বাংলাদেশের বিদ্যুৎ শক্তি
বিসিএস

0
Updated: 2 months ago
20.
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়-
Created: 2 months ago
A
আয়ন বায়ু
B
প্রত্যয়ন বায়ু
C
মৌসুমী বায়ু
D
নিয়ত বায়ু
সাধারণ বিজ্ঞান
বায়ুপ্রবাহ
বিসিএস

0
Updated: 2 months ago
21.
জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ-
Created: 2 months ago
A
এরা অনেক ছোট হয়
B
এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
C
এরা পানিতে জন্মে
D
এদের পাতা অনেক কম থাকে
সাধারণ বিজ্ঞান
বিসিএস

0
Updated: 2 months ago
22.
'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -
Created: 2 months ago
A
মুহম্মদ আব্দুল হাই
B
মোঃ বরকতুল্লাহ
C
ড. মুহম্মদ শহীদুল্লাহ
D
মওলানা আকরম খাঁ
বাংলা
গ্রন্থ
ভিন্ন ভিন্ন লেখকের সমজাতীয় সাহিত্য
বিসিএস

0
Updated: 2 months ago
23.
'রাজলক্ষ্মী' চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক-
Created: 2 months ago
A
বঙ্কিমচন্দ্র
B
শরৎচন্দ্র
C
তারাশংকর
D
নজরুল ইসলাম
বাংলা
বাংলা উপন্যাস
বিসিএস

0
Updated: 2 months ago
24.
কাজী নজরুল ইসলাম রচিত 'বাঁধন-হারা' পত্রোপন্যাসে মোট কয়টি পত্র রয়েছে?
Created: 2 months ago
A
১২ টি
B
১৪টি
C
১৭টি
D
১৮টি
বাংলা
কাজী নজরুল ইসলাম
No subjects available.

0
Updated: 2 months ago
25.
'বোবাকাহিনী' উপন্যাসের চরিত্র কোনটি?
Created: 2 months ago
A
রুপাই
B
বছির
C
মুনিম
D
মকবুল
বাংলা
জসীম উদ্দীন
No subjects available.

0
Updated: 2 months ago
26.
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
Created: 2 months ago
A
১৮৭৮ সালে
B
১৮৫৮ সালে
C
১৮৮৯ সালে
D
১৮৯৮ সালে
বাংলা
No subjects available.

0
Updated: 2 months ago
27.
'কমলে কামিনী' নাটকটি কে রচনা করেছেন?
Created: 2 months ago
A
জসীম উদ্দীন
B
দ্বিজেন্দ্রলাল রায়
C
দীনবন্ধু মিত্র
D
মাইকেল মধুসূদন দত্ত
বাংলা
বাংলা নাটক
No subjects available.

0
Updated: 2 months ago
28.
প্রথম বাংলা সার্থক ট্র্যাজেডি নাটক রচনা করেন কে?
Created: 2 months ago
A
মাইকেল মধুসূদন দত্ত
B
দীনবন্ধু মিত্র
C
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
D
দ্বিজেন্দ্রলাল রায়
বাংলা
বাংলা নাটক
No subjects available.

0
Updated: 2 months ago
29.
'নামহীন গোত্রহীন' হাসান আজিজুল হক রচিত-
Created: 2 months ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
নাটক
D
প্রবন্ধগ্রন্থ
বাংলা
বাংলা ছোটগল্প
No subjects available.

0
Updated: 2 months ago
30.
'যখন উদ্যত সঙ্গীন' কাব্যগ্রন্থটি রচনা করেছেন-
Created: 2 months ago
A
গিরিশচন্দ্র ঘোষ
B
কুসুমকুমারী দাশ
C
কামিনী রায়
D
হাসান হাফিজুর রহমান
বাংলা
বাংলা কবিতা
বিভিন্ন গ্রন্থাবলী
No subjects available.

0
Updated: 2 months ago
31.
কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাট্যগ্রন্থ কোনটি?
Created: 2 months ago
A
ঝিলিমিলি
B
আলেয়া
C
পুতুলের বিয়ে
D
মধুমালা
বাংলা
বাংলা নাটক
No subjects available.

0
Updated: 2 months ago
32.
কাজী মোতাহার হোসেন রচিত প্রবন্ধ কোনটি?
Created: 2 months ago
A
সঞ্চয়ন
B
সভ্যতা
C
সংস্কৃতির কথা
D
শিক্ষা ও মনুষ্যত্ব
বাংলা
প্রবন্ধ রচনা
ভিন্ন ভিন্ন লেখকের সমজাতীয় সাহিত্য
No subjects available.

0
Updated: 2 months ago
33.
'অশোকসঙ্গীত' কে রচনা করেছেন?
Created: 2 months ago
A
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B
গিরিশচন্দ্র ঘোষ
C
কামিনী রায়
D
চণ্ডীচরণ মুনশী
বাংলা
No subjects available.

0
Updated: 2 months ago
34.
জাহানারা ইমাম রচিত গ্রন্থ নয় কোনটি?
Created: 2 months ago
A
সাতটি তারার তিমির
B
বুকের ভিতর আগুন
C
ক্যানসারের সঙ্গে বসবাস
D
একাত্তরের দিনগুলি
বাংলা
বিভিন্ন গ্রন্থাবলী
No subjects available.

0
Updated: 2 months ago
35.
'জন্মই আমার আজন্ম পাপ' গ্রন্থটির রচয়িতা কে?
Created: 2 months ago
A
রফিক আজাদ
B
গোলাম মোস্তফা
C
দাউদ হায়দার
D
হুমায়ুন কবির
বাংলা
বিভিন্ন গ্রন্থাবলী
No subjects available.

0
Updated: 2 months ago