BPSC Non Cadre Job Circular 2025

Ruhul
16 Apr 2025
Job Study
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
www.bpsc.gov.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি নম্বর (৫২-৮৯/২০২৫)
পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা, নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছেন:
সকল পদ গুলো সহ PDF সার্কুলার বিস্তারিত দেখুনঃ এখানে
১. অনলাইনে আবেদনপত্র (বিপিএসসি ফরম-৫এ) পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়ঃ
১.১ প্রার্থীদের টেলিটক Web address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের Web address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র Applicant’s Copy (BPSC Form-5A) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে Non-cadre অপশন select করে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, অনলাইন আবেদনপত্র পূরণ, SMS এর মাধ্যমে ফি জমাদান ও প্রার্থীর প্রাপ্তি স্বীকার নির্দেশনাসহ রেজিও বাটন দৃশ্যমান হবে। ফরম পূরণের পূর্বে প্রার্থী অবশ্যই Instructions এবং বিজ্ঞপ্তি download করে প্রতিটি নির্দেশনা মনোযোগ সহকারে অনুসরণ করবেন।
১.২ অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হওয়ার সময়ঃ ২৭.০১.২০২৫, দুপুর ১২.০০টা।
১.৩ অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়ঃ ১৩.০২.২০২৫, দুপুর ১২.০০টা। উক্ত সময়ের মধ্যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি বর্ণিত হবে।
১.৪ কেবল User ID প্রাপ্ত প্রার্থীরা ২০.০২.২০২৫, সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ১৩.০২.২০২৫, দুপুর ১২.০০টা থেকে শুরু করে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে SMS এর মাধ্যমে ফি জমাদান এবং অনলাইনে কোন আবেদন গ্রহণ করা হবে না।
১.৫ ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদনপত্র সম্পাদনার সুবিধা থাকবে। প্রার্থীদের আবেদনপত্র প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি জমাদানের পর আবেদনপত্রে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।
২.১ প্রার্থীর বয়স ১৩.০২.২০২৫ তারিখে সংশ্লিষ্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তির ০৮ নম্বর কলামে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে।
২.২ কোন মুক্তিযোদ্ধার/মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান/পুত্রকন্যা হিসেবে আবেদনকারী উক্ত শ্রেণির অন্তর্ভুক্ত কিনা তা যাচাইয়ের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ১৯.০৬.২০১৭ তারিখের ৪৮.০০.০০০০.০২.১১৪.২৫.০৩৬.১৭৭ নম্বর স্মারকে প্রকাশিত নির্দেশনা অনুসরণে আবেদনপত্রে যথাযথ তথ্য প্রদান করতে হবে।
২.২.১ আবেদনপত্রে অবশ্যই “লাল রেজিস্ট্রার বহিতে” অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধার নাম, পিতা নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।
২.২.২ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ফরম-৫এ (Applicant’s Copy) পূরণের সময় মুক্তিযোদ্ধা কোটা প্রযোজ্য হলে অবশ্যই “লাল রেজিস্ট্রার” অথবা “জাতীয় মুক্তিযোদ্ধা তালিকা” থেকে মুক্তিযোদ্ধার নাম, পিতা নাম ও ঠিকানা দিতে হবে।
২.২.২.১ “জাতীয় মুক্তিযোদ্ধা তালিকা” থেকে মুক্তিযোদ্ধার নাম, পিতা নাম ও ঠিকানা অবশ্যই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের website-এ পাওয়া যাবে।
২.৩ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আবেদনকারী তার Applicant’s Copy (BPSC Form-5A) এ মুক্তিযোদ্ধার নাম, পিতা নাম ও ঠিকানা অবশ্যই প্রদান করবেন।
৩. জাতীয়তা:
৩.১ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
৩.২ যেসব প্রার্থী কোন ভিন-দেশের নাগরিককে বিয়ে করেছেন অথবা বিবাহ করেছেন প্রতীয়মান হয়েছে সে সকল প্রার্থী সরকারের লিখিত অনুমতি ব্যতিরেকে আবেদন করতে যোগ্য বলে বিবেচিত হবেন না। সরকারের অনুমতিপ্রাপ্ত লিখিত পরীক্ষার পর Applicant’s Copy (BPSC Form-5A) এর সাথে অবশ্যই জমা দিতে হবে।
৪. ঘোষণাপত্র:
প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের (BPSC Form-5A) ঘোষণাপত্র অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রার্থী প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রাপ্তির ক্ষেত্রে কৃত্রিম উপায়ে পরীক্ষায় উত্তীর্ণ হলে বা পরে মেধাতালিকায় প্রার্থিতা বাতিল হবে এবং ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীত যে কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অধিকার থাকবে না। ঘোষণাপত্রে কোন প্রকার আইনি বাধ্যবাধকতা থাকবে না।
৫. ছবি (Picture):
BPSC Form-5A সঠিকভাবে পূরণ সম্পন্ন হলে Application preview দেখা যাবে। preview এর নির্ধারিত স্থানে প্রার্থীর (সম্প্রতি তোলা) ৩০০x৩০০ pixel এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ ১০০ KB এর বেশি নয় এমন রঙিন ছবি (দুই পাশের কান স্পষ্ট) jpg format এ upload করতে হবে। সাদাকালো ও পূর্ণাঙ্গ ছবি গ্রহণযোগ্য নয়। ডিজিটাল মাস্ক বা কোন প্রকার রূপান্তরিত ছবি গ্রহণযোগ্য হবে না। সঠিকভাবে ছবি প্রেরণের জন্য Home page এর Help Menu তে ক্লিক করলে Photo এবং Signature সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
৬. স্বাক্ষর (Signature):
Application Preview তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে (দৈর্ঘ্যxপ্রস্থ) ৩০০x৮০ pixel এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ ৬০ KB এর বেশি নয়, এমন স্বাক্ষর প্রার্থী স্বাক্ষর Scan করে jpg format এ upload করতে হবে। স্বাক্ষর ডিজিটাল বা রূপান্তরিত নয় হতে হবে।
৭. পরীক্ষার ফি প্রদানঃ
অনলাইনে আবেদনপত্র (BPSC Form-5A) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনানুযায়ী ছবি এবং Signature upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র submission সম্পন্ন হলে কম্পিউটারে প্রদর্শিত Application Preview দেখা যাবে। নির্ধারিত আবেদনপত্র submit করে সম্পন্ন হলে প্রার্থী User ID সহ দুটি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থীর ফি বা পরীক্ষার ফি download করে সংরক্ষণ করতে হবে। Applicant’s copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো Teletalk pre-paid mobile নম্বর থেকে SMS করে নির্দিষ্ট ফি প্রদান করতে পারবেন।
পরীক্ষার ফি (টাকা):
বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর পদের গ্রেড পরীক্ষার ফি হার (টাকা)
২২-৫৫ ৯ম গ্রেড ২০০/- (দুইশত)
৫৬-৮১ ১০ম গ্রেড ২০০/- (দুইশত)
৮২ ১১তম গ্রেড ১৫০/- (একশত পঞ্চাশ)
- সকল গ্রেড (অন্যান্য নাগরিক) ৫০/- (পঞ্চাশ)
SMS নির্দেশনা:
প্রথম SMS:
BPSCUser ID লিখে send করুন 16222 নম্বরে।
Example: BPSC NCRPQBCR send to 16222
Reply: Applicant’s Name, Tk-200/150/50 will be charged as application fee. Your PIN is (8 digit number). To pay fee Type BPSCYESPIN and send to 16222.
দ্বিতীয় SMS:
BPSCYESPIN লিখে send করুন 16222 নম্বরে।
Example: BPSC YES 12345678 send to 16222
Reply: Congratulations! Applicant’s Name, payment completed successfully for Non-cadre examination. User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxxx).
বিশেষ দ্রষ্টব্য:
If password is lost, please type BPSCHELPSSC BoardSSC RollSSC Year and Send to 16222। অথবা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট Home page এ Admit Card Menu তে ক্লিক করলে User Recovery, Password Recovery ও Payment Status বাটন দেখা যাবে। উক্ত বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে Submit করলেই কম্পিউটার তথ্যাবলী পাওয়া যাবে।
৮. প্রবেশপত্র (Admit card):
৮.১ প্রার্থী তার User ID এবং Password ব্যবহার করে ছবি ও রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র (Admit Card) download করতে পারবেন।
৮.২ বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট পরীক্ষার তারিখে উপস্থিত না থাকলে কোনো প্রার্থী আবেদন করতে পারবে না এবং বিবেচিত হবে না। কোনো লিখিত পরীক্ষার ফি জমা দিয়ে Admit card পাওয়া গেছে কিন্তু Application Form বা আবেদনপত্র পূরণ করা হয়নি — এমন আবেদন দুর্বলভিত্তিক গণ্য করা হবে।
প্রার্থী নিম্ন/উচ্চ আদালয় বা অন্য কোনো কর্তৃপক্ষের আদেশ প্রদর্শন করে Admit card গ্রহণ করলে বিজ্ঞপ্তির ৮ নম্বর ক্রমিকের নির্দেশনা অনুযায়ী তার প্রার্থিতা বাতিল হবে।
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে প্রার্থীদের উচ্চ কর্তৃপক্ষ কর্তৃক যাচাইকৃত সকল তথ্য আবেদনপত্রে প্রমাণসহ সংযুক্ত করতে হবে।
৯. Applicant’s Copy (BPSC Form-5A) প্রাপ্তি ও জমাদান :
প্রার্থীদের BPSC Form-5A (Applicant’s Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে মৌখিক পরীক্ষার পূর্বে নিয়োজিত কাগজপত্র/তথ্যাদিসহ কমিশন কর্তৃক নির্ধারিত সময় এবং স্থানে জমা দিতে হবে :
৯.১ প্রার্থীকে অনধিকালপত্র সনদ/কাউন্সিলের একটি তালিকা BPSC Form-5A (Applicant’s Copy) এর সাথে জমা প্রদান করতে হবে।
শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে প্রদত্ত সকল সনদ (এস.এস.সি/এইচ.এস.সি/ডিগ্রি/সমমান/মাস্টার্স) বা সমমানের সনদ বা সাময়িক সনদ এর সত্যায়িত ফটোকপির মূল সনদসহ প্রদর্শন এবং আবেদনপত্রের সাথে সত্যায়িত কপির সংযুক্তি বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ মূল মার্কশিট প্রার্থীর কাছে থাকতেই হবে এবং সাক্ষাতকারের বোর্ডে সনদপত্রের নাম অনুযায়ী তারিখ উল্লেখ থাকতে হবে।
যদি কোনো কারণে ডিগ্রি/সার্টিফিকেট অনুপস্থিত থাকে তবে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পাস পরীক্ষার টেস্টিমোনিয়াল/সনদপত্র অবশ্যই জমা দিতে হবে।
৯.২ মৌখিক পরীক্ষার পূর্বে জ্যেষ্ঠতার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের জন্য বোর্ড প্রদত্ত ফলাফলের মার্কশীট “G” ভিজ্যুয়াল শ্রেণিভুক্ত ক্ষেত্রে এবং “A” লেভেলভুক্তদের ক্ষেত্রে তারিখসংবলিত তালিকাপত্র প্রদান জমা দিতে হবে।
জ্যেষ্ঠতার ভিত্তিতে গ্রেড/সিজিপিএ উল্লেখ থাকলে গ্রহণযোগ্য হবে;
৯.৩ বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের মূল/সার্টিফিকেটের সত্যায়িত কপি; “G” লেভেল এবং “A” লেভেলভুক্তদের ক্ষেত্রে তারিখসংবলিত তালিকাপত্র প্রমাণ জমা দিতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;
৯.৪ বিদেশ থেকে অর্জিত ডিগ্রাধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটির মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে);
৯.৫ আবেদনকারীর স্থায়ী ঠিকানার পরিচয়পত্র হয়ে পরিচয়িত জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি;
৯.৬ অভিজ্ঞতার সকল তথ্যাদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্র/প্রতিষ্ঠান ঘোষিত বা পরিচিতির স্থানীয় অফিসার (প্রযোজ্য ক্ষেত্রে এসডিও/পূর্বতন গ্রুপ অফিসার-আটিকেল-৫ এর কক্ষ), প্রতিষ্ঠান চলমান থাকলে সংশ্লিষ্ট আবেদনকারীর মূল প্রতিষ্ঠানের প্রধান কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতা সনদপত্র অবশ্যই জমা দিতে হবে। চাকুরিজীবদের কপি অভিজ্ঞতার সনদ হিসেবে বিবেচিত হবে না;
৯.৭ সরকারের প্রজ্ঞাপন ১৫.০৫.২০১৯ তারিখের ৩৮ নম্বর আদেশের আলোকে অনুমোদনপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে যে সকল পদে নিয়োগের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়নি সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা প্রাপ্ত প্রার্থীকে চাকরির প্রমাণপত্র দিতে হবে না;
৯.৮ সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন/বিধিমালা অনুসারে সরকারী চাকরির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশন সচিবালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৬.০২.২০২৩ তারিখের স্মারক নং ০৫.০০.০০০০.১৫০.১১.০০২.২০.৩৬৬ নম্বর স্মারকের প্রেক্ষিতে সরকারি চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে পূর্বের নিয়োগের ছাড়পত্র জমা দিতে হবে;
৯.৯ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ০৬.০২.২০২৩ তারিখের ১২০ নম্বর স্মারকের আলোকে ২০১৯ সালের অসামরিক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী কর্তৃক প্রমাণপত্র হিসেবে জমা দেয়া হবে;
৯.১০ বিশেষভাবে কোটার অন্তর্ভুক্ত প্রার্থীদের প্রতিস্থানে অভিজ্ঞতা চাওয়া হলে আবেদনকারী প্রার্থীদের উচ্চ কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত ও নির্ধারিত কর্তৃপক্ষের নম্বর বা প্রমাণিত বরাদ্দ এর প্রধান অংশের আবেদনপত্র অনুযায়ী জমা দিতে হবে।
৯.১১ জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত কপি;
৯.১২ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত সর্বশেষ সরকারিকৃত মুক্তিযোদ্ধার নামের প্রকাশনা/ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে);
৯.১৩ মাদ্রাসা/কারিগরি পরীক্ষার সনদের সত্যায়িত কপি;
৯.১৪ প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্রের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
৯.১৫ বৈধ পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি;
৯.১৬ নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি;
৯.১৭ অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ অর্থাৎ ২০.০২.২০২৫ তারিখের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদনপত্র জমাদানের শেষ তারিখে অগ্রাধিকার বিশেষ শিক্ষাগত যোগ্যতা অর্জনের শেষ তারিখ অর্থাৎ উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার সংক্রান্ত সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র।
৯.১৮ প্রার্থী কর্তৃক আবেদনপত্রে উল্লিখিত স্থায়ী ঠিকানার পরিবর্তিত পরিবেশে ব্যবহার করা হলে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সম্পর্কিত প্রমাণ এবং ভোটার নিবন্ধন সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ/জাতীয় পরিচয়পত্র/জমির দলিল/পুলিশ রিপোর্ট/বিষয়ক কর্মকতা কর্তৃক সত্যায়িত সনদপত্র জমা দিতে হবে।
১০. বাছাই (MCQ)/লিখিত/ব্যবহারিক পরীক্ষার পূর্বে প্রার্থীর Applicant’s Copy (BPSC Form-5A) সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র/তথ্যাদি কমিশন কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে হবে অন্যথায় প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। Applicant’s Copy (BPSC Form-5A) সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র/তথ্যাদি পূর্ণাঙ্গভাবে যাচাইয়ের পর যেকোনো সময় মৌখিক পরীক্ষার পূর্বেই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হতে পারে।
১১. অনলাইনে আবেদনপত্র (BPSC Form-5A) দাখিলের পর প্রার্থীর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর পুরস্কৃত Applicant’s Copy (BPSC Form-5A) এর ভুল সংশোধনযোগ্য নয়।
BPSC Form-5A (Applicant’s Copy) জমাদানের শেষ তারিখের পর Applicant’s Copy তে কোনো ধরনের তথ্য সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না।
১২. প্রার্থীর কোনো আবেদনপত্র বা আবেদন ফর্ম (BPSC Form-5A) ভুলভাবে পূরণ বা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
১৩. প্রার্থীর পরীক্ষার জন্য নির্ধারিত আসন নম্বর সংরক্ষণ করে ঠিক অনুযায়ী নির্ধারণ করতে হবে।
১৪. যেসব পদের ক্ষেত্রে প্রার্থীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ভিন্নতর ডিগ্রি থাকলে সেই দেশের বিষয় অধ্যয়ন/উচ্চতর ডিগ্রি থাকলেও মৌলিক বিষয় অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হবে।
১৫. শারীরিক পরীক্ষার বিষয়ে নির্ধারিত হলে প্রার্থীর সরকার কর্তৃক নির্ধারিত হাসপাতাল/স্বাস্থ্য কমপ্লেক্স হতে মেডিকেল সনদপত্র আবশ্যকীয়। উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য একজন মেডিকেল অফিসার দ্বারা প্রদত্ত সনদ গৃহীত হবে না।
১৬. আবেদন ফর্মের (Applicant’s Copy) ভুল তথ্যের কারণে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
১৬.১ প্রার্থীর বয়স সংক্রান্ত ভুল তথ্য থাকলে প্রার্থিতা বাতিলযোগ্য;
১৬.২ সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত প্রতিবন্ধী সনদপত্র না থাকলে আবেদনকারী প্রতিবন্ধী কোটায় বিবেচিত হবে না;
১৬.৩ মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারীদের মুক্তিযোদ্ধা সম্পর্কিত সঠিক তথ্য ও প্রমাণপত্র না থাকলে মুক্তিযোদ্ধা কোটায় বিবেচিত হবে না।
১৬.৪ সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন সনদ অথবা জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র না থাকলে এতিম কোটার আবেদনকারীদের প্রার্থিতা বাতিল হবে।
উল্লেখ্য, প্রতিবন্ধকের জন্য আবেদনকারী প্রার্থীকে কেন্দ্রীয় কর্ম কমিশন কর্তৃক মনোনীত প্রতিবন্ধকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
১৭. কোনো প্রার্থী কেন্দ্র সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরত্বপূর্ণ (Substantive) ঘাটতি পেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের কোনো তথ্য নিয়ত না হলে উক্ত আবেদনপত্র বাতিলপত্র হিসেবে প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮. (টেকনিক্যাল/প্রফেশনাল পদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি:)
১৮.১ ৯ম গ্রেডের টেকনিক্যাল/প্রফেশনাল পদঃ
১৮.১.১ ৯ম গ্রেডের টেকনিক্যাল/প্রফেশনাল পদের মধ্যে বাছাইকৃত প্রার্থী সংখ্যা ১০০০ বা তার কম সংখ্যা হলে অনলাইনে রেজিস্ট্রেশনের পর ১৮.১.১.১ ফরমেট অনুযায়ী বিষয়ভিত্তিক ২০০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।
১৮.১.১.১ নির্দিষ্ট পরীক্ষার বিষয়সমূহ, নম্বর বণ্টন, পাশ নম্বর ও পরীক্ষার সময় হবে নিম্নরূপঃ
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হল :–
০১। সিনিয়র সচিব/সচিব/উপসচিব .................................................... মন্ত্রণালয়/বিভাগ।
০২। সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা (বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় তথ্য বাতায়ন www.bangladesh.gov.bd এ প্রকাশের অনুরোধসহ)।
০৩। উপসচিব (প্রশাসন/অর্থ ও হিসাব/বাজেট)/পরিচালক (সকল), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা।
০৪। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা (চেয়ারম্যান মহোদয়ের সদয় অবগতির জন্য)।
০৫। উপপরিচালক/সহকারী পরিচালক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আঞ্চলিক কার্যালয় (চট্টগ্রাম/রাজশাহী/খুলনা/বরিশাল/সিলেট/রংপুর/ময়মনসিংহ)।
০৬। জনসংযোগ কর্মকর্তা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা।
০৭। বিঞ্জপ্তির সদ্যস্য (সকল) এবং হস্তান্তর কর্মকর্তা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা (সদস্য মহোদয়ের সদয় অবগতির জন্য)।
০৮। প্রধান নিয়ন্ত্রক (ক্যাডার/নন-ক্যাডার) এর যুগ্মসচিব পর্যায়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা।
০৯। অভ্যন্তরীণ/রেকর্ড ফাইল, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা।
১০। সংশ্লিষ্ট মেইল/গার্ড ফাইল।
যে কোনো ধরনের ত্রুটির প্রার্থী অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
শাহজাহান মিয়া
১৬.০২.২০২৫
পরিচালক (নন-ক্যাডার পরীক্ষা শাখা)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

