Sociology of Bangladesh Brief Suggestions

Avatar

Shihabur Rahman

Academic

Sociology of Bangladesh Brief Suggestions 

Part - A



  • এখানে মোট ১০২টি Brief দেওয়া আছে।

  • তার মধ্যে ৪০টি সবচেয়ে গুরুত্বপূর্ণ Brief ✪✪✪ দেওয়া আছে। এগুলো পড়লেই সব কমন পড়বে ইনশাআল্লাহ। তবে রিস্ক নিতে না চাইলে, সবগুলোই পড়বেন।


1. 'Discovery of Bangladesh' গ্রন্থের রচয়িতা কে? ✪✪✪

Ans: ড. আকবর আলি খান।

2. 'Dynamics of Bangladesh Society' গ্রন্থটির রচয়িতা কে? ✪✪✪

Ans: ড. আবুল খায়ের নাজমুল করিম।

3. জনসংখ্যা কাঠামো কী? ✪✪✪

Ans: জনসংখ্যার অঞ্চলভিত্তিক বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শিক্ষা ও শ্রমশক্তির উপর ভিত্তি করে জনসংখ্যা বিশ্লেষণকেই জনসংখ্যা কাঠামো বলা হয়।

4. 'Labelling Model' এর প্রবক্ত কে? ✪✪✪

Ans: হাওয়ার্ড সউল বেকার/ Howard Saul Becker.

5. সর্বপ্রাণবাদ মতবাদের জনক কে?

Ans: E. B. Tylor.

6. 'Political Elites in Bangladesh'- গ্রন্থটির রচয়িতা কে? ✪✪✪

Ans: ড. রঙ্গলাল সেন।

7. বঙ্গভঙ্গ হয় কত সালে? ✪✪✪

Ans: ১৯০৫ সালে।

8. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? ✪✪✪

Ans: এ. কে. ফজলুল হক।

9. মুসলিম লীগ কত সালে গঠিত হয়?

Ans: ১৬০৬ সালের ৩০ ডিসেম্বর। 

10. সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় কত সালে? ✪✪✪

Ans: ১৮৫৭ সালে।

11. চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন? 

Ans: লর্ড কর্নওয়ালিস।

12. কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা গৃহীত হয়? ✪✪✪

Ans: ১৭৯৩ সালে।

13. আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় কত সালে?

Ans: ১৯৬৮ সালের ৩ জানুয়ারি।

14. কখন মুজিবনগর সরকার গঠিত হয়?

Ans: ১৯৭১ সালের ১০ই এপ্রিল।

15. অপারেশন সার্চ-লাইট কী?

Ans: ১৯৭১ সালের ২৫ মার্চ পাকবাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির উপর যে আক্রমণ চালিয়েছিল তাই অপারেশন সার্চলাইট নামে পরিচিত।

16. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? ✪✪✪

Ans: তাজউদ্দীন আহমদ।

17. কোন সালে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে?

Ans: ১৯৯৯ সালে।

18. কোন তারিখকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়?

Ans: ২১শে ফেব্রুয়ারি।

19. “India Wins Freedom” গ্রন্থটির রচয়িতা কে? ✪✪✪

Ans: মাওলানা আবুল কালাম আজাদ।

20. “আন্তর্জাতিক নারী দিবস" কত তারিখে পালিত হয়?

Ans: ৮ মার্চ। 

21. নারীদের পুনঃউৎপাদনশীল বয়সসীমা কত?/ মহিলাদের প্রজননের বয়সসীমা কত? ✪✪✪

Ans: ১৫-৪৯ বছর। 

22. “An Essay on the Principle of Popilation” গ্রন্থের লেখক কে?

Ans: ম্যালথাস

23. প্রজননশীলতা কী? ✪✪✪

Ans: সাধারনত কোন নারীর সন্তান জন্মদানের সক্ষমতাই প্রজননশীলতা। 

24. CBR এর পূর্ণরূপ কি? ✪✪✪

Ans: Crude Birth Rate. 

25. ASDR এর পূর্ণরূপ লেখ।

Ans: Age Standardized Death Rate.

26. “Ethnicity” বলতে কি বুঝায়?/ এথনিক গোষ্ঠী কাকে বলে? 

Ans: এথনিক গোষ্ঠী বা এথনিসিটি বলতে এমন একটি গোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং যারা একটি নিজস্ব পরিচিতিসহ বৃহৎ কোন সমাজের উপগোষ্ঠী হিসেবে কাজ করে। 

27. বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠীর নাম লেখ।

Ans: সাঁওতাল।

28. সাঁওতাল এথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে?

Ans: উত্তরাঞ্চলে।

29. বাংলাদেশে রাখাইন জনগোষ্ঠীর বসবাস কোন জেলায়?

Ans: পটুয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় বাস করে।

30. গারোদের ভাষার নাম কি?

Ans: মান্দি ভাষা।

31. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ। ✪✪✪

Ans: রাখাইন।

32. বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠীর নাম লিখ।

Ans: গারো।

33. বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি? ✪✪✪

Ans: চাকমা।

34. জনসংখ্যার বয়স কাঠামোর মৌল নির্ধারকগুলো কী কী?

Ans: জন্মশীলতা, মরণশীলতা, ও অভিগমন।

35. সিলেটে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লেখ?

Ans: মনিপুরি।

36. আন্তর্জাতিক স্থানান্তর কত প্রকার? ✪✪✪

Ans: দুই প্রকার। ১. ইমিগ্রেশন (Immigration): অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করতে আসা। ২. এমিগ্রেশন (Emigration): নিজ দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া।

37. অভ্যন্তরীণ স্থানান্তর কত প্রকার?

Ans: দুই প্রকার। রুরাল-আরবান স্থানান্তর (Rural-Urban Migration): গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে স্থানান্তর।  শহর-শহর স্থানান্তর (Urban-Urban Migration): এক শহর থেকে অন্য শহরে স্থানান্তর।

38. স্থানান্তর গমন প্রধানত কয় প্রকার? ✪✪✪

Ans: ২ প্রকার। ১. অভ্যন্তরীণ স্থানান্তর গমন ২. আন্তর্জাতিক স্থানান্তর গমন।

39. লেভিরেট বিবাহ কী? ✪✪✪

Ans: কোনো বিধবা নারীর মৃত স্বামীর কোনো ভাইয়ের সাথে তার বিবাহ সম্পন্ন হওয়াকেই লেভিরেট বিবাহ বলে।

40. সরোরেট বিবাহ কী? ✪✪✪

Ans: কোন ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোন বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বা শ্যালিকা বিবাহ বলে। 

41. “The History of Human Marriage” গ্রন্থের রচয়িতা কে?

Ans: এডওয়ার্ড ওয়েস্টারমার্ক।

42. বর্ধিত পরিবারের সংজ্ঞা দাও। ✪✪✪

Ans: কমপক্ষে তিন পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলে।

43. সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? ✪✪✪

Ans: পরিবার।

44. বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা?

Ans: নারী।

45. 'Ancient Society' গ্রন্থটির রচয়িতা কে? 

Ans: Lewis Henry Morgan/ এল. এইচ মর্গান।

46. আমলাতন্ত্রের জনক কে? ✪✪✪

Ans: ম্যাক্স ওয়েবার/ Max Weber।

47. জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো কী? ✪✪✪

Ans: ১. রক্তসম্পর্কীয় বন্ধন; ২. বৈবাহিক বন্ধন; ৩. কাল্পনিক বন্ধন; ৪. প্রথাগত বন্ধন।

48. মর্গানের মতানুযায়ী জ্ঞাতিসম্পর্কের ধরনগুলো কী?

Ans: ১. শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক ও ২. বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক।

49. বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত? ✪✪✪

Ans: ১১.৩০ শতাংশ।

50. জিডিপি বলতে কি বোঝায়? ✪✪✪

Ans: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত ১ বছরে একটি দেশের অভ্যন্তরে দেশীয় জনগন এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। 

51. 'Urbanism' প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?

Ans:  Louis Writh.

52. রেমিট্যান্স কী? ✪✪✪

Ans: বিদেশে কর্মরত ব্যাক্তি কর্তৃক তার মাতৃভূমিতে প্রেরিত অর্থকে রেমিট্যান্স বা প্রবাসী-প্রেরিত অর্থ বলা হয়।

53. সামাজিক স্তরবিন্যাস কত প্রকার?

Ans: ৪ প্রকার।

54. বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী এর প্রতিষ্ঠাতা কে? ✪✪✪

Ans: ড. আকতার হামিদ খান।

55. “GAD” এর পূর্ণরূপ কী?

Ans: Gender and Development.

56. 'দারিদ্রের দুষ্টচক্র' ধারণাটির প্রবক্তা কে? ✪✪✪

Ans: অধ্যাপক র‍্যাগনার নার্কস।

57. দারিদ্র্যসীমা কী?

Ans: কোন দেশের জনসংখ্যার যে অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, সেই অংশ বা সীমাকে দারিদ্র্য সীমা বলে।

58. দারিদ্রাসীমা-১ কী? ✪✪✪

Ans: দারিদ্র সীমা-১ বলতে দারিদ্র্যের সর্বোচ্চ সীমাকে বুঝায়।

59. আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

Ans: আমলারা ভোটের মাধ্যমে নির্বাচিত নয়।

60. বাংলাদেশে স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি? 

Ans: ইউনিয়ন পরিষদ।

61. বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি? ✪✪✪

Ans: ৩টি। ১. ইউনিয়ন পরিষদ ২. উপজেলা পরিষদ ৩. জেলা পরিষদ।

62. রাজনৈতিক সংস্কৃতির মূল উপাদান কয়টি?

Ans: ৩ টি। ১. অভিজ্ঞতাবাদী বিশ্বাসসমূহ ২. সংবেদনশীল মনোভাব ও ৩. মূল্যবোধের অগ্রাধিকারসমূহ। 

63. V-AID কী?

Ans: V-AID হলো একটি সাইবার নিরাপত্তা সরঞ্জাম বা সিস্টেম, যা একটি নেটওয়ার্ক, অবকাঠামোর মধ্যে দুরবলতাগুলো মূল্যায়ন ও শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে।

64. কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়? ✪✪✪

Ans: ১৯৫০ সালে। 

65. পুশ ফ্যাক্টর/ Push factor কী? 

Ans: শহুরে জীবনযাপনে আকর্ষিত হয়ে গ্রামীণ মানুষের শহরে গমন করলে তাকে পুশ ফ্যাক্টর বলে।

66. 'No society is classless or unstratified'-উক্তিটি কার?

Ans: কিংসলে ডেভিস ও উইলবার্ট ই ম্যুর এর। 

67. দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ কী কী?

Ans: ৩ টি ধাপ। ১. দুর্যোগ পূর্বকালীন ২. দুর্যোগকালীন ৩. দুর্যোগ পরবর্তীকালীন।

68. অপরাধ বিজ্ঞানের জনক কে?/ অপরাধের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে? ✪✪✪

Ans: লম্ব্রসো/ Lombroso।

69. কিশোর অপরাধ কি?

Ans: অপরিণত বয়সী ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত অপরাধকেই কিশোর অপরাধ বলে।

70. “অপরাধ হচ্ছে ঐ সকল কাজ যা আইন ভঙ্গ করে”- উক্তিটি কার?

Ans: সমাজবিজ্ঞানী সাদারল্যান্ড-এর। 

71. সাইবার অপরাধ কী?

Ans: তথ্যপ্রযুক্তি ও কৌশলকে কাজে লাগিয়ে যে অপরাধ সংঘটিত হয়, তাকে সাইবার অপরাধ বলে।

72. গুরুদণ্ড কি?

Ans: অপরাধের সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ডকে গুরুদণ্ড বলে।

73. বিচ্যুতি কী?/ বিচ্যুত আচরণ কী? ✪✪✪

Ans: স্বাভাবিকের পরিপন্থী আচরণকেই বিচ্যুতি আচরণ বলে।

74. বিচ্যুতি সম্পর্কিত সাদারল্যান্ডের তত্ত্বের নাম কী?

Ans: বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব।

75. “বিচ্যুতি আচরণ হলো সেই আচরণ যা সামাজিক প্রত্যাশাকে পূরন করে না”- উক্তিটি কার?

Ans: রস (Ross) এর। 

76. প্রবেশন কি?

Ans: প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে সংশোধনের লক্ষ্যে অপরাধীকে মুক্তিদানের প্রক্রিয়াকে প্রবেশন বলে।

77. 'Parole/ প্যারোল শব্দের অর্থ কী? ✪✪✪

Ans: শর্তসাপেক্ষে মুক্তি।

78. STD এর পূর্ণরূপ কী?

Ans: Sexually Transmitted Deseases. 

79. AIDS- এর পূর্ণরূপ কী?

Ans: Acquired Immuno Deficiency Virus.

80. বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা কে?

Ans: সাদারল্যান্ড। 

81. সুশীল সমাজ ধারনাটি কে প্রথম ব্যবহার করেন? ✪✪✪

Ans: জ্যাঁ-জ্যাক রুশো।

82. সুশীল সমাজের যেকোন একটি বৈশিষ্ট্য লিখ। 

Ans: সরকারকে পরামর্শ প্রদান।

83. 'Culture' শব্দটির সর্বপ্রথম কে ব্যবহার করেন?

Ans: ফ্রান্সিস বেকন।

84. সংস্কৃতির প্রধান দুটি ধরন কী?

Ans: বস্তুগত ও অবস্তুগত। 

85. “আমরা যা তাই সংস্কৃতি”- উক্তিটি কার?

Ans: ম্যাকাইভার। 

86. কখন বাংলাদেশে সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়?/ বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয় কবে?

Ans: ১৯৭২ সালে।

87. বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্তরগুলো কী? ✪✪✪

Ans: ১. প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা ২. মাধ্যমিক শিক্ষা ও ৩. উচ্চ শিক্ষা।

88. বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্বতন্ত্র পর্যায় কয়টি ও কি কি?

Ans: ৩টি। ১. কারিগরি শিক্ষা ২. ধর্মীয় শিক্ষা ও ৩. সাধারণ শিক্ষা।

89. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ✪✪✪

Ans: ড. কুদরত-ই-খুদা।

90. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?

Ans:  কুদরত-ই-খুদা কমিশন।

91. জাতীয় শিক্ষানীতি ২০১০ এর প্রণয়ন কমিটির প্রধান কে?

Ans: অধ্যাপক কবির চৌধুরী।

92. জাতীয় শিক্ষানীতি ২০১০ এর শিক্ষার স্তর কয়টি? 

Ans: ৩টি।

93. GPA এর পূর্ণরূপ কী?

Ans: Grade Point Average.

94. বাংলাদেশে কবে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়?

Ans: ১৯৯২ সালে।

95. জ্ঞাতি সম্পর্ক কী? ✪✪✪

Ans: জ্ঞাতি সম্পর্ক হল দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে রক্ত, বৈবাহিক, প্রথাগত, বা কাল্পনিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা সামাজিক সম্পর্ক। 

96. তমুদ্দিন মজলিশ কত সালে গঠিত হয়?

Ans: ১৯৪৭ সালের 2 সেপ্টেম্বর ।

97. GDP-এর পূর্ণরূপ কী?

Ans: Gross Domestic Product.

98. সামাজিকীকরণের ব্যাপ্তিকাল কত?

Ans: জন্ম থেকে মৃত্যু পর্যন্ত।

99. লালফিতার দৌরাত্মের অর্থ কী? ✪✪✪

Ans: ফাইল আটকে রেখে অযথা কালক্ষেপন।

100. আধুনিক সমাজতন্ত্রের জনক কে?

Ans: কার্ল মার্কস।

101. এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল কবে প্রতিষ্ঠিত হয়? 

Ans: ১৮৭৪ সালে।

102. সামাজিক গতিশীলতা কত প্রকার ও কী কী? 

Ans: দুই প্রকার। যথাঃ (ক) অনুভূমিক গতিশীলতা ও (খ) উল্লম্বী গতিশীলতা।



Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD