Sociology Brief Suggestion
1. সর্বপ্রথম কোন সমাজবিজ্ঞানী Sociology প্রত্যয়টি ব্যবহার করেন?
উত্তরঃ সমাজবিজ্ঞানী অগাস্ট কোৎ।
2. সমাজবিজ্ঞানের ইংরেজি Sociology শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ ল্যাটিন শব্দ Socio এবং গ্রীক শব্দ logos থেকে।
3. কোন বিজ্ঞানকে সমাজের দর্পন বলা হয়?
উত্তরঃ সমাজবিজ্ঞানকে।
4. সমাজবিজ্ঞানের চারটি শাখার নাম লিখ?
উত্তরঃ সমাজ মনোবিজ্ঞান, অপরাধবিজ্ঞান, পরিবেশ সমাজবিজ্ঞান, সামাজিক পরিসংখ্যান।
5. সমাজবিজ্ঞানী নাজমুল করিমের একটি বিখ্যাত গ্রন্থের নাম লিখ।
উত্তরঃ Changing Society in India, Pakistan and Bangladesh.
6. অগাস্ট কোৎ-এর দু’টি বিখ্যাত গ্রন্থের নাম লিখ।
উত্তরঃ Positive Philosophy, A System of Positive Polity.
7. অগাস্ট কোৎ-এর উল্লেখযোগ্য অবদানসমূহের নাম লিখ।
উত্তরঃ সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতা, দৃষ্টবাদ, ক্রয়স্তরের সূত্র, বিজ্ঞানসমূহের উচ্চক্রম ইত্যাদি।
8. দৃষ্টবাদের জনক কে?
উত্তরঃ অগাস্ট কোৎ
9. সমাজবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা?
উত্তরঃ সামাজিক বিজ্ঞানের।
10. অগাস্ট কোৎ সর্বপ্রথম কত সালে ও কোন গ্রন্থে Sociology শব্দটি ব্যবহার করেন?
উত্তরঃ Positive Philosophy নামক গ্রন্থে ১৮৩৯ সােেল।
11. অগাস্ট কোৎ কী ধরণের দার্শনিক?
উত্তরঃ দৃষ্টবাদী।
12. হার্বাট স্পেন্সারের দু’টি বিখ্যাত গ্রন্থের নাম লিখ ?
উত্তরঃ Principles of Sociology & The Man Verses the State.
13. হার্বাট স্পেন্সার কী ধরণের দার্শনিক ?
উত্তরঃ বিবর্তনবাদী।
14. এমিল ডুর্খেইমের তিনটি বিখ্যাত গ্রন্থের নাম লিখ?
উত্তরঃ The Rules of Sociological Method, The Division of Labour, Suicide.
15. ম্যাক্স ওয়েবারের সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কী?
উত্তরঃ Essays in Sociology.
16. ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের কতটি বৈশিষ্টের কথা বলেছেন?
উত্তরঃ ছয়টি।
17. আমলাতন্ত্রের জনক কে?
উত্তরঃ ম্যাক্স ওয়েবার।
18. কার্ল মার্কসের দু’টি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লিখ?
উত্তরঃ The Communist Menifesto, Das Capital.
19. মার্কসবাদ কী?
উত্তরঃ কার্ল মার্কসের দৃষ্টিভঙ্গি ও শিক্ষাসমূহই হচ্ছে মার্কসবাদ।
20. বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে?
উত্তরঃ কার্ল মার্কস মানব সমাজের উৎপত্তি, বিকাশ ও ভবিষ্যৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যে ব্যাখ্যা দেন তাকেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলে।
21. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?
উত্তরঃ কার্ল মার্কস।
22. পুঁজিবাদী সমাজের প্রধান দু’টি সামাজিক শ্রেণির নাম লিখ।
উত্তরঃ পুঁজিপতি, শ্রমিক শ্রেণি।
23. অপরাধ সম্পর্কীত লেবেলিং তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ Howard Becker.
আরো পড়ুনঃ বাংলাদেশে সমাজকর্মের বৈশিষ্ট
24. সংস্কৃতি কী?
উত্তরঃ মানুষের জীবনযাপনের সমগ্র রীতিনীতি, বিশ্বাস, জ্ঞান ও কর্মকাণ্ডের সমষ্টিই সংস্কৃতি।
25. সংস্কৃতির বহুল আলোচিত এবং গ্রহণযোগ্য সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
উত্তরঃ E.B.Tylor.
26. সংস্কৃতির প্রধান উপদান কয়টি ?
উত্তরঃ ২টি।
27. ‘Cultural diffusion’- শব্দটির অর্থ কী?
উত্তরঃ সংস্কৃতির ব্যাপ্তি।
28. সংস্কৃতির ব্যাপ্তি কাকে বলে?
উত্তরঃ এক সংস্কৃতির মধ্যে অন্য সংস্কৃতির সম্প্রসারণ।
29. “আমাদের যা আছে তাই আমাদের সভ্যতা”- উক্তিটি কার?
উত্তরঃ সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের।
30. সভ্যতা ও সংস্কৃতির মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তরঃ সভ্যতা বস্তুগত, সংস্কৃতি অবস্তুগত ।
31. মানুষের জীবনধারা কোন নিয়ামক দ্বারা বিশেষভাবে প্রভাবিত?
উত্তরঃ অর্থনৈতিক।
32. ‘বিশ্বায়ন’ শব্দের অর্থ কি?
উত্তরঃ বিশ্বকে একীভূত করা।
33. সাংস্কৃতিকে বাংলায় কি বলা হয়?
উত্তরঃ কৃষ্টি।
34. মার্ক্সীয় ধারণায় সংস্কৃতি হচ্ছে?
উত্তরঃ উপরি কাঠামো।
35. বর্তমান বিশ্বে অবাধ প্রতিযোগিতার প্রধান কারণ কোনটি?
উত্তরঃ বিশ্বায়ন।
36. চারটি গণমাধ্যমের নাম লিখ।
উত্তরঃ রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, ইন্টারনেট
37. E-mail-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Electronic Mail.
38. WWW-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ World Wide Web.
39. Global Culture গ্রন্থটির পূর্ণ নাম কী?
উত্তরঃ Global Culture: Nationalism, Globalization and Modernity.
40. গ্রামীণ জীবন ছেড়ে শহরের দিকে ধাবিত হবার প্রবণতাকে কি বলা হয়?
উত্তরঃ নগরায়ন।
41. বাংলাদেশে অপরিকল্পিত নগরায়নের ফলে কোন সমস্যাটি হচ্ছে?
উত্তরঃ আবাসিক সমস্যা।
42. অকৃষিজ পেশা বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
উত্তরঃ কৃষি বহির্ভূত পেশা।
43. শিল্পায়ন ও নগরায়নের ফলে উদ্ভূত প্রধান তিনটি সামাজিক সমস্যা লিখ।
উত্তরঃ যৌথ পরিবারের বিলোপ, নৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কিশোর অপরাধ বৃদ্ধি।
44. জলবায়ু পরিবর্তনের মূল কারণ কী?
উত্তরঃ মানুষের অনিয়ন্ত্রিত কার্যকলাপ।
45. ৭০ এর দশকে নারী উন্নয়নে কয়টি স্কুল গড়ে উঠেছে?
উত্তরঃ ৩টি।
46. WID এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Woman in development.
47. GAD এর পূর্ণরূপ কোনটি?
উত্তরঃ Gender and development.
48. নারী উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন?
উত্তরঃ নারীর ক্ষমতায়ন।
49. নারীর ক্ষমতায়ন কাকে বলে?
উত্তরঃ রাষ্ট্রের সকল স্তরে নারীর অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করা।
50. প্রথম বিশ্ব নারী সম্মেলন কত সালে ও কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭৫ সালে, মেক্সিকোতে।
51. বাংলাদেশের সংবিধানের কোন কোন ধারায় নারীর অধিকার স্বীকৃত হয়েছে?
উত্তরঃ ২৮ নংঅনুচ্ছেদে।
52. বাংলাদেশের প্রথম মহিলা ট্রেনচালক কে?
উত্তরঃ সালমা খাতুন।
আরো পড়ুনঃ মানব ইতিহাসে শিল্প বিপ্লবের প্রভাব
53. জেন্ডার বা লিঙ্গ বৈষম্য কী?
উত্তরঃ নারী ও পুরুষের পার্থক্য সামাজিক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ।
54. বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যাবে?
উত্তরঃ ২০ শতাংশ।
55. কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়?
উত্তরঃ ৫ জুন।
56. ১৯৫০ হতে১৯৮০ সাল পর্যন্ত পৃথিবীর কত ভাগ বনভূমি ধ্বংশপ্রাপ্ত হয়েছে?
উত্তরঃ ১৫% বনভূমি।
57. বন শূণ্যতার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য উন্নয়নশীল দেশসমূহ তাদের GNP থেকে কত ভাগ অর্থ ব্যয় করে?
উত্তরঃ ৪-৬%।
58. দুর্যোগ কাকে বলে?
উত্তরঃ দুর্যোগ হল এমন প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট ঘটনা যা ব্যাপক ক্ষতি ও বিপর্যয়ের কারণ হয়।
59. দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কী?
উত্তরঃ ক্ষয়-ক্ষতি হ্রাস, পুনর্বাসন ও পুনরুদ্ধার।
60. প্রতিবেশ কাকে বলে?
উত্তরঃ মানুষ, পরিবেশ ও প্রাণী সম্পর্কীত বিষয়।
61. প্রতিবেশের ইংরেজি Ecology শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ গ্রীক শব্দ Oikos এবং Logos থেকে।
62. জাতিসংঘের কোন কোন সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উত্তরঃ FAO, UNICEF, UNDP, WFP, WHO এবং UNHCR.
63. বনশূন্যতা কাকে বলে?
উত্তরঃ বনশূন্যতা হল বনভূমি ধ্বংসের ফলে বনভূমির পরিমাণ হ্রাস।
64. ওজোন স্তরের কাজ কী?
উত্তরঃ পৃথিবীতে অতিবেগুনী রশ্মির প্রবেশকে বাধা প্রদান।
65. REDD কী?
উত্তরঃ গাছ ধ্বংস কমিয়ে কার্বন নিঃসরণ কমানোর আন্তর্জাতিক উদ্যোগ।
66. Horticulture শব্দটির অর্থ কী?
উত্তরঃ উদ্যানতত্ত্ব।
67. সামাজিক স্তরবিন্যাসের ধরনসমূহ লিখ।
উত্তরঃ ক) দাস ব্যবস্থা খ) সামন্ত ব্যবস্থা গ) শ্রেণি ব্যবস্থা ও ঘ) বর্ণপ্রথা।
68. সামাজিক গতিশীলতাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ২ ভাগে।
69. ‘সামাজিক অসমতা’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ Social Inequality
70. সামাজিক অসমতার জন্য দায়ী উপাদানসমূহকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তরঃ ২ ভাগে, জৈবিক ও সামাজিক।
71. সামাজিক গতিশীলতা কাকে বলে?
উত্তরঃ সামাজিক গতিশীলতা হলো সমাজে ব্যক্তির সামাজিক মর্যাদা বা অবস্থানের পরিবর্তন।
72. মানব সমাজ বিকাশের প্রাথমিক স্তর কোনটি?
উত্তরঃ শিকার ও খাদ্যসংগ্রহ ভিত্তিক সমাজ।
73. “হয় ভুরিভোজ, নয় উপবাস” -কোন সমাজের বৈশিষ্ট্য?
উত্তরঃ শিকার ও খাদ্যসংগ্রহ ভিত্তিক সমাজ
74. খাদ্য সংগ্রহ কৌশলের পরবর্তী পর্যায়ের নাম কী?
উত্তরঃ খাদ্য উৎপাদন সমাজ।
75. পরিবার ব্যবস্থার সূচনা হয় কোন সমাজে?
উত্তরঃ কৃষিভিত্তিক সমাজে।
76. উদ্যানভিত্তিক কৃষির সূচনা করে কারা?
উত্তরঃ মহিলারা।
77. বর্ণমালার উদ্ভব ঘটে কোন সমাজে?
উত্তরঃ কৃষিভিত্তিক সমাজে।
78. আদিম সাম্যবাদী সমাজের পরবর্তী স্তরের নাম কী?
উত্তরঃ দাস সমাজ।
79. বিচ্যুত আচরণের প্রধান ধরণসমূহ লিখ।
উত্তরঃ আচরণ, অভ্যাস, মনস্তাত্ত্বিক, ও সাংস্কৃতিক বিচ্যুতি।
80. বিচ্যুতি প্রধানতঃ কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার, মুখ্য ও গৌণ।
81. মানুষের যে সব আচরণ সামাজিক মূল্যবোধর পরিপন্থী, সমাজে অসংগতি ও বিশৃঙ্খলার সৃষ্টি করে তাকে কী বলে?
উত্তরঃ বিচ্যুত আচরণ।
82. কিশোর অপরাধের কারণ কী কী?
উত্তরঃ বংশগত, মনস্তাত্ত্বিক, সামাজিক, অর্থনৈতিক, সামাজিক, ভৌগোলিক।
83. আইন লঙ্ঘন করাকে কী বলে?
উত্তরঃ অপরাধ।
84. সামাজিক নিয়ন্ত্রণের উপর লিখিত প্রথম প্রামাণ্য গ্রন্থ কোনটি ও তা কোন সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯০১ সালে প্রকাশিত Social Control.
85. সামাজিক প্রতিষ্ঠানের ভারসাম্যহীন অবস্থাকে কী বলে?
উত্তরঃ সামাজিক অসঙ্গতি।
86. নৈরাজ্য বা Anomie প্রত্যয়টি কে প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ সমাজ বিজ্ঞানী এমিল ডুর্খীম
87. বিচ্ছিন্নতাবোধ (Alienation) প্রত্যয়টি কে প্রথম ব্যাপকভাবে ব্যবহার করেন?
উত্তরঃ কার্ল মার্ক্স।
88. প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও।
উত্তরঃ শিক্ষা প্রতিষ্ঠান।
89. ‘ভদ্রবেশী অপরাধ’ প্রত্যয়টি কার?
উত্তরঃ বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ডের।
90. বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী স্বাস্থ্য কি?
উত্তরঃ দৈহিক, মানসিক এবং সামাজিক সুস্থতা।
91. কত সালে বাংলাদেশ সরকার গৃহীত শিশু অধিকার ঘোষণায় সনদে স্বাক্ষর করেন?
উত্তরঃ ১৯৯০ সালে।
92.এসটিডি (STD) কী?
উত্তরঃ যৌনাচার পরিবাহিত রোগ।
93. জন্ডিস কোথায় হয়?
উত্তরঃ লিভার বা যকৃতে।
94. হেপাটাইটাস-বি কোন রোগের জীবানু?
উত্তরঃ জন্ডিসের।
95. হেপাটাইটাস-বি-এর ব্যাপক সংক্রমণে কী হয়?
উত্তরঃ লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হতে পারে।
96. WHO-এর মতানুসারে মানবদেহে সহনীয় আর্সেনিকের মাত্রা কত?
উত্তরঃ ০.০৫ মি.গ্রা/কে.জি।