সমাজকর্ম পরিচিতি বিগত সালের কোশ্চেন 

সমাজকর্ম পরিচিতি বিগত সালের কোশ্চেন 

ক- বিভাগ

 বিগত সালের কোশ্চেন – ২০১০ 

(ক) “Introduction to Social Welfare” গ্রন্থের রচয়িতা কে? 

উত্তর: ডব্লিউ, এ, ফ্রিডল্যান্ডার। 

(খ) সমাজকর্মের দুটো বৈশিষ্ট্য লিখ।

উত্তর: ১. সমাজকর্ম বহুখাতভিত্তিক পেশা। ২. পদ্ধতিগত সেবা প্রদান। 

(গ) সমাজকর্মকে একটি কলা, বিজ্ঞান ও পেশা রূপে আখ্যায়িত করেছেন কে?

উত্তর: ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার। 

(ঘ) কোন দেশকে সমাজকর্মের ‘সূতিকাগার’ বলা হয়?

উত্তর: যুক্তরাজ্য বা ইংল্যান্ডকে। 

(ঙ) ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন কোনটি?

উত্তর: ১৩৪৯ সালের ইংল্যান্ডের শ্রমিক আইন।

(চ) ‘পঞ্চদৈত্য’ বলতে কি বুঝ?

উত্তর: বিভারিজ রিপোর্ট অনুযায়ী অভাব, রোগ, অজ্ঞতা, অপরিচ্ছন্নতা এবং অলসতা এই পাঁচটিকে বলা হয়। 

(ছ) কত সালে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা সংঘটিত হয়?

উত্তর: ১৮৭৩ সালে প্রথম ও ১৯২৯ সালে অর্থনৈতিক মহামন্দা সংঘটিত হয়।

(জ) চিরস্থায়ী বন্দোবস্ত কখন প্রবর্তন করা হয়। 

উত্তর: ১৭৯৩ সালে ২২শে মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়।

(ঝ) বেগম রোকেয়ার দু’টি বিখ্যাত বইয়ের নাম লিখ।

উত্তর: তাঁর বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে-১. পররাগ: ২. সুলতানার স্বপ্ন।

(ঞ) স্যার সৈয়দ আহমদ খান বিখ্যাত কেন? 

উত্তর: আলীগড় আন্দোলনের জন্য।

(ট) নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ কত সালে প্রণীত হয়? 

উত্তর: ২ অক্টোবর, ১৯৮৩ সালে।

ঠ) সমাজ সংস্কার অর্থ কি?

উত্তর: সমাজসংস্কার অর্থ সমাজের পুনর্গঠন (re-form)

(ড) রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: স্বামী বিবেকানন্দ।

ঢ) পেশার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর: ১. নৈতিক মানদন্ড, ২. পেশাগত সংগঠন।

(ণ) ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জনক কে? 

উত্তর: জন স্টুয়ার্ট মিল।

(ত) দারিদ্রের দুষ্টচক্র কি?

উত্তর: দারিদ্র্যের দুইচত্র বলতে এমন এক পরিস্থিতিকে বুঝায় যেখানে অনুন্নয়নের কিছু প্রতিকূল উপাদান একে অপরের ওপর ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করে একটি দেশকে দারিদ্রোর ফাঁদে অনন্ধ রাখে।

(থ) এইডস (AIDS)-এর পূর্ণ রূপ লেখ

উত্তর: এইডস (AIDS)-এর পূর্ণ রূপ হলো-Acquired Immune Deficiency Syndrome

(দ) প্রতিবন্ধীদের শ্রেণীবিভাগ কর।

উত্তর: প্রতিবন্ধীত্বের কারণ ও ধরন অনুসারে প্রতিবন্ধীদের ৪ ভাগে ভাগ করা যায়। যথা-১. শারীরিক প্রতিবন্ধী, ২. মানসিক প্রতিবন্ধী, ৩. সামাজিক প্রতিবন্ধী ও ৪. অর্থনৈতিক প্রতিবন্ধী।

(ধ) বোরস্টাল স্কুল কি?

উত্তর: অন্ধদের আশ্রয় দানের জন্য আমেরিকায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম বোরস্টল স্কুল।

(ন) জাতীয় সমাজকল্যাণ পরিষদ কখন গঠিত হয়?

উত্তর: ১৯৫৫ সালে।

(প) ‘Rapport’ (র‍্যাপোর্ট) অর্থ কি?

উত্তর: ‘Rapport’ (র‍্যাপোর্ট) অর্থ পেশাগত সম্পর্ক।

(ফ) সমাজকর্মের পদ্ধতিগুলো কি কি?

উত্তর: সমাজকর্ম পদ্ধতি সাধারণত দুই প্রকার। তবে প্রত্যেকটি আবার তিন প্রকার। যথা- 

১. মৌলিক পদ্ধতি: (ক) ব্যক্তি সমাজকর্ম, (খ) দল সমাজকর্ম ও (গ) সমষ্টি সমাজকর্ম (1) সমষ্টি উন্নয়ন ও (৯) সমষ্টি সংগঠন।

২. সহায়ক পদ্ধতি: (ক) সমাজকল্যাণ প্রশাসন, (খ) সমাজকর্ম গবেষণা ও (গ) সামাজিক কার্যক্রম।

(ব) শিল্প বিপ্লব কি? 

উত্তর: উৎপাদন ক্ষেত্রে যান্ত্রিক প্রযুক্তি প্রয়োগ করে সার্বিক ব্যবস্থায় আমূল, আকস্মিক ও দ্রুত পরিবর্তন সাধন যা মোটামুটি স্থায়ী।

ভ) ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো কি কি? (

উত্তর: ব্যক্তি সমাজকর্মের উপাদান ৫টি। যথা- ১. ব্যক্তি, ২. সমস্যা, ৩. স্থান/সংস্থা, ৪. পেশাদার প্রতিনিধি ও ৫. প্রক্রিয়া। 

 বিগত সালের কোশ্চেন – ২০১১ 

(ক) সমাজকল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন? 

উত্তর: আর, এ. স্কিডমোর ও এম, জি থ্যাকারে।

(খ) সক্ষম দরিদ্র কাকে বলে?

উত্তর: যারা সবল ভিক্ষুক বা কাজ করতে সক্ষম তাদেরকে সক্ষম দরিদ্র বলে।

গ) দান সংগঠন সমিতি কোথায় এবং কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে (১৮৬৯) ও পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে (১৮৭৭) সালে।

(ঘ) পেশা শব্দটির সাথে কোন শব্দের সম্পর্ক রয়েছে? 

উত্তর: বৃত্তি বা কাজ।

(ঙ) সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশা উদ্ভব ঘটে?

 উত্তর: যুক্তরাজ্যে।

(চ) বাংলাদেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে কবে? 

উত্তর: ১৯৫৩ সালে।

(ছ) সমাজ দর্শন কী?

উত্তর: সমাজদর্শন এমন এক বিজ্ঞান যা আদর্শ ও মূল্যের প্রেক্ষিতে সামাজিক ঘটনার তাৎপর্য ও যৌক্তিকতা বিচার করে। 

(জ) এলিজাবেথীয় দরিদ্র আইন কবে প্রণীত হয়?

উত্তর: ১৬০১ সালে। 

(ঝ) এডাম স্মিথের মতে অর্থনীতি কী?

উত্তর: অর্থনীতি হল এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃত কারণ অনুসন্ধান করে।

(ঞ) বিভারিজ কে ছিলেন? 

উত্তর: অর্থনীতিবিদ ও আইনজ্ঞ।

(ট) বিপ্লব অর্থ কী?

উত্তর: বিপ্লব অর্থ আমূল, আকস্মিক, অতিদ্রুত ও স্থায়ী পরিবর্তন।

(ঠ) আলীগড় আন্দোলনের প্রবক্তা কে?

উত্তর: স্যার সৈয়দ আহমেদ খান।

(ড) দরিদ্র সংস্কার আইন কবে প্রতিষ্ঠিত হয়? 

উত্তর: ১৮৩৪ সালে।

(ঢ) মনোবিজ্ঞান কী?

উত্তর: মনোবিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া অনুধ্যানের বিজ্ঞান।

(ণ) বেগম রোকেয়া কেন বিখ্যাত?

উত্তর: নারীমুক্তি ও নারী জাগরণের জন্য।

(ত) যৌতুক নিরোধ আইন কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৮০ সালে।

(থ) প্রতিবন্ধী কাকে বলে?

উত্তর: প্রতিবন্ধী বলতে সেই সব লোকদের বুঝায় যারা শারীরিক, মানসিক, কিংবা আর্থ-সামাজিক অক্ষমতার কারণে স্বাভাবিক ও স্বাবলম্বী জীবন যাপন করতে পারে না। 

(দ) সামাজিক সমস্যা কী?

উত্তর: সামাজিক সমস্যা হচ্ছে সমাজের এমন এক সমাজ বিরোধ ও অবাঞ্ছিত অবস্থা, যা অধিকাংশ লোকের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে তাদেরকে উদ্বিগ্ন ও উত্তেজিত করে তুলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। যা থেকে মুক্তির জন্যে সবাই তৎপর হয়ে ওঠে ও সমবেত প্রচেষ্টায় এ অবস্থা মোকাবেলা সম্ভব।

(ধ) প্যারোল কী?

উত্তর: প্যারোল হচ্ছে অপরাধীর কিছু শাস্তির পর শাস্তি স্থগিত রেখে শর্তাধীনে মুক্তি প্রদান।

ন) ব্যক্তি সমাজ কর্মের প্রাণ কী?

উত্তর: ব্যক্তি।

(প) সমাজকর্মের মৌলিক পদ্ধতি কী কী?

উত্তর: সমাজকর্ম পদ্ধতি সাধারণত দুই প্রকার। তবে প্রত্যেকটি আবার তিন প্রকার। যথা-

১। মৌলিক পদ্ধতি (ক) ব্যক্তি সমাজকর্ম; (খ) দল সমাজকর্ম (গ) সমষ্টি সমাজকর্ম ২। সহায়ক পদ্ধতি (ক) সমাজ কল্যাণ প্রশাসন (খ) সমাজ কর্ম গবেষণা (গ) সামাজিক কার্যক্রম।

(ফ) NASW এর পূর্ণ রূপ লিখ।

উত্তর: National Associations of Social Welfare.

(ব) শহরের সমাজসেবা কী?

উত্তর: শহর সমাজ সেবা হচ্ছে শহরের দরিদ্র মানুষকে সেবা দান করা।

(ভ) সামাজিক আইনের দুইটি উদ্দেশ্য লিখ।

উত্তর: সামাজিক আইনের দুইটি উদ্দেশ্য হল- (ক) সমাজের মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা ও (খ) বঞ্চিত ও উপেক্ষিত ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণ করা।

 বিগত সালের কোশ্চেন – ২০১২ 

(ক) সনাতন সমাজকল্যাণ কি?

উত্তর: সনাতন পদ্ধতিতে যেসব সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হতো তাকে সনাতন সমাজকল্যাণ বলা হয়।

(খ) সমাজকর্মের দুইটি দার্শনিক মূল্যবোধের উল্লেখ কর। 

উত্তর: ১. চিরায়ত মানবতাবোধ ও ২. ধর্মীয় অনুশাসন।

(গ) দানশীলতা কি?

উত্তর: নিজের চিত্তের শান্তি এবং হীনবস্থাদের উপকারে সম্পূর্ণ স্বার্থ ত্যাগ করে বিলিয়ে দেয়ার প্রবণতাকে দানশীলতা বলে।

(ঘ) মনোবিজ্ঞান কি?

উত্তর: মনোবিজ্ঞান হচ্ছে একটি ব্যবহারিক বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ বিষয়ক কার্যাবলি সম্পাদন করে।

(ঙ) ১৬০১ সালের দরিদ্রদ্র্য আইনের শ্রেণিবিভাগ উল্লেখ কর।

উত্তর: ১৬০১ সালের দরিদ্র আইন তিন প্রকার। যথা- সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র ও নির্ভরশীল বালক-বালিকা।

(চ) দরিদ্র আইন অনুযায়ী ‘অক্ষম দরিদ্র’ কারা?

উত্তর: যারা কাজ করতে অক্ষম বা প্রতিবন্ধী (যেমন অন্ধ) তাদেরকে অক্ষম দরিদ্র বলা হয়। 

(ছ) ‘৪৩ এলিজাবেথ’ কি?

উত্তর: ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনকে ৪৩ এলিজাবেথ বলা হয়।

জ) কত সালে দরিদ্র আইন সংস্কার করা হয়েছিল?

উত্তর: ১৮৩৪ সালে দরিদ্র আইন সংস্কার করা হয়েছিল।

(ঞ) পঞ্চদৈত্য কি কি?

উত্তর: পঞ্চদৈত্যগুলো হলো- অভাব, রোগ, অজ্ঞতা, অপরিচ্ছন্নতা এবং অলসতা।

(ঝ) বিভারিজ রিপোর্ট কি?

উত্তর: বিভারিজ রিপোর্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত এক প্রতিবেদন, যা ইতিহাসে বিভারিজ রিপোর্ট বলা হয়।

(ট) ‘Social Diagnosis’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: ম্যারী রিচমন্ড (Mery Richmond)|

(ঠ) COS কি? 

উত্তর: দরিদ্রদের অবস্থা উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও সমস্যা সমাধানে যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে সংগঠিত এক সমাজসেবা মূলক প্রতিষ্ঠান হচ্ছে ‘COS’। যার পূর্ণরূপ COS = Charity Organization Society।

ড) ‘Introduction to Social Welfare’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: W.A. Frietdlander (ডব্লিউ, এ. ফ্রিডল্যান্ডার) এবং R. Z Apte (আর, জোড এ্যাপেট)

(ঢ) সমাজ সংস্কার বলতে কি বোঝ? 

উত্তর: সমাজের উন্নতি, অগ্রগতি ও প্রগতির অন্তরায় হিসেবে অনেক ধরণের কুসংস্কার, কুপ্রথা, রীতিনীতি, বিশ্বাস, গোঁড়ামী ও ধর্মান্ধতা থাকে। সমাজকাঠামো থেকে এ ধরণের কুসংস্কারের বিরুদ্ধে পরিচালিত আন্দোলনের ফলশ্রুতিকে সমাজসংস্কার বলা হয়। 

(ণ) সামাজিক আইন বলতে কি বোঝ?

উত্তর: সামাজিক প্রগতি ও উন্নতির প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য যেসব আইনগত ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক প্রণীত হয় তাকে সামাজিক আইন বলা হয়।

(ত) “The Causes of Indian Mutiny 

উত্তর: স্যার সৈয়দ আহমদ খান। ” গ্রন্থের রচয়িতা কে?

থ) শিশুকল্যাণ বলতে কি বুঝায়?

উত্তর: শিশুদের কল্যাণের লক্ষ্যে যেসব পদক্ষেপ নেওয়া হয় তাই শিশুকল্যাণ নামে পরিচিত।

দ) শিল্প বিপ্লব কি? 

উত্তর: উৎপাদন ক্ষেত্রে যান্ত্রিক প্রযুক্তি প্রয়োগ করে সার্বিক ব্যবস্থায় আমূল, আকস্মিক ও দ্রুত পরিবর্তন সাধন যা মোটামুটি স্থায়ী।

(ধ) ঋণ সালিশী বোর্ড কার উদ্যোগে গঠিত হয়েছিল?

উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হক। 

(ন ) চিকিৎসা সমাজকর্ম কি?

উত্তর: আধুনিক সমাজকর্মের যে শাখায় চিকিৎসা, স্বাস্থ্যকেন্দ্র, দক্ষতা, নীতি কৌশল ও পদ্ধতি প্রয়োগ করে রোগীর চিকিৎসা সংক্রান্ত সমস্যা অপসারণ করে তাকে চিকিৎসা সমাজকর্ম বলে।

(প) প্রবেশন কি?

উত্তর: প্রবেশন হচ্ছে অপরাধীর শাস্তি স্থগিত রেখে শর্তাধীনে সাময়িক মুক্তি।

(ফ) পাঁচটি সামাজিক সমস্যার নাম লিখ।

উত্তর: যৌতুক, নিরক্ষতা, বেকারত্ব, বাল্য বিবাহ, কুসংস্কার।

(ব) গ্রামীণ সমাজসেবা কি?

উত্তর: গ্রামীণ সমাজসেবা হচ্ছে এমন এক সরকারি কর্মসূচি যাতে বহুমূখী ও সমন্বিত প্রচেষ্টায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণ তরান্বিত করা হয়।

(ভ ) ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো কি?

উত্তর: ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো হলো- (ক) ব্যক্তি, (খ) সমস্যা, (গ) স্থান/ সংস্থা, (ঘ) পেশাদার প্রতিনিধি এবং (৩) প্রক্রিয়া।

 বিগত সালের কোশ্চেন – ২০১৩

(ক) সমাজকর্ম কী?

উত্তর: সুসংগঠিত সমাজকল্যাণ ব্যবস্থার বৈজ্ঞানিক ও পেশাগত প্রক্রিয়াকে সমাজকর্ম বলে।

(খ) সমাজকল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?

উত্তর: আর, এ. স্কিডমোর ও এম, জি থ্যাকারে।

(গ) সমাজবিজ্ঞান কী?

উত্তর: সামাজিক ঘটনাবলি প্রভাবিত বিজ্ঞান। যে বিজ্ঞান সমাজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে। যেমন- সমাজকর্ম।

(ঘ) আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা শুরু হয়? 

উত্তর: ১৮২৯ সালে।

(ঙ) ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর: রাজা রামমোহন রায়। 

(চ) সামাজিক নিরাপত্তা করেন?

উত্তর: সামজিক নিরাপত্তা এমন এক আর্থ-সামাজিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা, যাতে নিয়ন্ত্রণ বহির্ভূত অবস্থায় ব্যক্তিকে ন্যূনতম মৌল মানবিক প্রয়োজনের নিশ্চয়তা দেয়া হয়। বার্ধক্য, বেকারত্ব, বৈধব্য, অসুস্থতা, দুর্ঘটনা, প্রতিবন্ধিত্ব প্রভৃতি অবস্থায় ব্যক্তি ও তার পরিবারকে ন্যূনতম সংস্থান নিশ্চিতকরণই এর মূল লক্ষ্য। 

(ছ) সামাজিক সমস্যার দু’টি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর: সমাজ হতে উদ্ভুত, অবাঞ্ছিত অবস্থা, অধিকাংশের জন্য ক্ষতিকর, সমাজ পরিবর্তনের ফল, সমাজবিরোধী, উন্নয়ন ও ভূমিকা পালনের প্রতিবন্ধক, সমাজ স্বীকৃত, সচেতনতা সৃষ্টি, সমাধান কামনা, যৌথ উদ্যোগ, সমাধান যোগ্য প্রভৃতি।

(জ) যৌতুক নিরোধ আইন কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৮০ সালে সমাজের জঘন্য ও ঘৃণ্যতম প্রথা যৌতুক নিষিদ্ধ করে প্রণীত আইনই যৌতুক নিরোধ আইন। এটি ১৯৮১ সাল থেকে কার্যকর হয়। 

ঝ) পেশার দু’টি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর: ১। বিশেষ জ্ঞান ও যোগ্যতা; ২। জনকল্যাণমুখিতা।

(ঞ) RSS-এর পূর্ণরূপ লিখ?

উত্তর: Rural Social Service. 

(ট) শহর সমাজসেবা কী?

উত্তর: শহর সমাজসেবা হচ্ছে শহরের দরিদ্র মানুষকে সেবা দান করা। 

(ঠ) সমাজকর্মের মৌলিক পদ্ধতি কী কী?

উত্তর: সমাজকর্মের মৌলিক পদ্ধতি সাধারণত দুই প্রকার। তবে প্রত্যেকটি আবার তিন প্রকার। যথা- ১. মৌলিক পদ্ধতি: (ক) ব্যক্তি সমাজকর্ম, (খ) দল সমাজকর্ম ও (গ) সমষ্টি সমাজকর্ম (ঘ) সমষ্টি উন্নয়ন ও (৬) সমষ্টি সংগঠন। ২. সহায়ক পদ্ধতি: (ক) সমাজকল্যাণ প্রশাসন, (খ) সমাজকর্ম গবেষণা ও (গ) সামাজিক কার্যক্রম।

 বিগত সালের কোশ্চেন – ২০১৪ 

(ক) সমাজকর্ম মূল্যবোধ কি? 

উত্তর: পেশাদার সমাজকর্মীগণ তাদের পেশাগত কর্ম পরিচালনার ক্ষেত্রে যেসব মূল্যবোধ অনুসরণ করেন তাকে সমাজকর্ম মূল্যবোধ বলে।

খ) ১৬০১ সালের দরিদ্র আইনের দু’টি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: ১. ১৬০১ সালের দরিদ্র আইন ১৩৪৯ থেকে ১৫৯৭ পর্যন্ত প্রণীত আইনের একটি সমন্বিত রূপ ও ২. পারিবারিক দায়িত্ব পালনে সক্ষম ব্যক্তিদেরকে বাধ্য করা।

(গ) বিভারিজ রিপোর্ট কি?

উত্তর: বিভারিজ রিপোর্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত এক প্রতিবেদন, যা ইতিহাসে বিভারিজ রিপোর্ট বলা হয়।

(ঘ) শিশু কল্যাণ কী? 

উত্তর: শিশু কল্যাণ বলতে সেসব কর্মসূচিকে বুঝায় যা শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তীয় ও আবেগের স্বাভাবিক বিকাশ ও বৃদ্ধি সাধন করে।

(ঙ) সক্ষম দরিদ্র কারা?

উত্তর: যারা সবল ভিক্ষুক বা কাজ করতে সক্ষম তারা।

(চ) আলীগড় আন্দোলনের প্রবক্তা কে? 

উত্তর: স্যার সৈয়দ আহমদ খান।

(ছ) আমেরিকায় কে প্রথম সমাজকর্ম প্রশিক্ষণের প্রয়োজন উপলব্ধি করেন এবং কখন?

উত্তর: ম্যারী রিচমন্ড ১৮৯৭ সালে।

জ) NASW-এর পূর্ণরূপ কি?

উত্তর: National Association of Social Welfare.

ঝ) সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কখন পাস হয়? (

উত্তর: ১৮২৯ সালে।

(ঞ) ‘Social Diagnosis’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: ম্যারী রিচমন্ড। (Mery Richmond)

(ট) BRAC-এর পূর্ণরূপ কি?

উত্তর: Bangladesh Rural Advancement Committee. 

(ঠ) গ্রামীণ সমাজসেবা কী?

উত্তর: গ্রামীণ সমাজসেবা হচ্ছে এমন এক সরকারি কর্মসূচি যাতে বহুমূখী ও সমন্বিত প্রচেষ্টায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণ তরান্বিত করা হয়।

 বিগত সালের কোশ্চেন – ২০১৫ 

(ক) সমাজকল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন?

উত্তর: সমাজকল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ফ্রিডল্যান্ডার। 

(খ) সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে?

উত্তর: ইংল্যান্ডে। 

(গ) শিল্প-বিপ্লব কী?

উত্তর: উৎপাদন ক্ষেত্রে যান্ত্রিক ব্যবহারের ফলে উৎপন্ন প্রক্রিয়ায় যে মৌলিক পরিবর্তন সাধিত হয় তাই শিল্প বিপ্লব বলে।

(ঘ) বেগম রোকেয়া কেন বিখ্যাত?

উত্তর: নারী জাগরণের অগ্রদূত।

(ঙ) জনসমষ্টি কী?

উত্তর: সাধারণত একদল লোক যখন ঐক্যবদ্ধ ভাবে জীবন যাপন করে তখন তাকেজনসমষ্টি বলে। 

(চ) হাজী শরীয়তুলাহ কে ছিলেন?

উত্তর: ফরায়েজী আন্দোলনের প্রবক্তা।

(ছ) যৌতুক নিরোধ আইন কখন প্রণয়ন করা হয়?

উত্তর: ১৯৮০ সালে।

(জ) গবেষণা কী?

উত্তর: অনুসন্ধানের জন্য মানসম্মত পদ্ধতি প্রয়োগকেই গবেষণা বলা হয়।

(ঝ) পেশার দুটি বৈশিষ্ট্য লেখ।

উত্তর: ১। বিশেষ জ্ঞান ও যোগ্যতা: ২। জনকল্যাণমুখিতা।

(ঞ) Coss- এর পূর্ণরূপ লেখ। 

উত্তর: Charity Organization Society.

(ট) বিভারিজ কে ছিলেন?

উত্তর: বিভারিজ ছিলেন একজন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনবিদ। তিনি সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জনক ও কল্যাণ রাষ্ট্রের পুরোধা। জন্ম স্কটল্যান্ড, ১৮৭৯ সালে।

(ঠ) সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো কী?

উত্তর: সমাজকর্মের মৌলিক পদ্ধতি সাধারণত দুই প্রকার। তবে প্রত্যেকটি আবার তিন প্রকার। যথা- 

১. মৌলিক পদ্ধতি: (ক) ব্যক্তি সমাজকর্ম, (খ) দল সমাজকর্ম ও (গ) সমষ্টি সমাজকর্ম (ঘ) সমষ্টি উন্নয়ন ও (৩) সমষ্টি সংগঠন।

২. সহায়ক পদ্ধতি। (ক) সমাজকল্যাণ প্রশাসন, (খ) সমাজকর্ম গবেষণা ও (গ) সামাজিক কার্যক্রম।

 বিগত সালের কোশ্চেন – ২০১৬ 

(ক ) সমাজকর্ম কী?

উত্তর: সুসংগঠিত সমাজকল্যাণ ব্যবস্থার বৈজ্ঞানিক ও পেশাগত প্রক্রিয়াকে সমাজকর্ম বলে।

খ) আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা শুরু হয়? (

উত্তর: ১৮২৯ সালে।

(গ) ব্যক্তি সমাজকর্মের প্রাণ কী?

উত্তর: ব্যক্তি।

(ঘ) সমাজবিজ্ঞান কী?

উত্তর: সামাজিক ঘটনাবলি প্রভাবিত বিজ্ঞান। যে বিজ্ঞান সমাজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে। যেমন- সমাজকর্ম।

(ঙ) সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর: সমাজ হতে উদ্ভুত, অবাঞ্ছিত অবস্থা, অধিকাংশের জন্য ক্ষতিকর, সমাজ পরিবর্তনের ফল, সমাজবিরোধী, উন্নয়ন ও ভূমিকা পালনের প্রতিবন্ধক, সমাজ স্বীকৃত, সচেতনতা সৃষ্টি, সমাধান কামনা, যৌথ উদ্যোগ, সমাধানযোগ্য প্রভৃতি।

(চ) R.S.S. এর পূর্ণরূপ লিখ।

উত্তর: R.S.S. এর পূর্ণরূপ- Rural Social Service.

(ছ) প্যারোল কী?

উত্তর: প্যারোল হচ্ছে অপরাধীর কিছু শাস্তির পর শাস্তি স্থগিত রেখে শর্তাধীনে মুক্তি প্রদান।

(জ) শিশু কল্যাণ কী?

উত্তর: শিশু কল্যাণ বলতে সেসব কর্মসূচিকে বুঝায় যা শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তীয় ও আবেগের স্বাভাবিক বিকাশ ও বৃদ্ধি সাধন করে।

(ঝ) আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা- স্যার সৈয়দ আহমদ খান।

(ঞ) পঞ্চদৈত্য কী কী?

উত্তর: পঞ্চদৈত্যগুলো হলো- অভাব, রোগ, অজ্ঞতা, অপরিচ্ছন্নতা এবং অলসতা।

(ট) “Introduction to social welfare” গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: W.A. Friedlander (ডব্লিউ, এ. ফ্রিডল্যান্ডার)

(ঠ) সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো কী? 

উত্তর: সমাজকর্ম গবেষণা, সমাজকর্ম প্রশাসন, সামাজিক কার্যক্রম।

 বিগত সালের কোশ্চেন – ২০১৭  

ক) “সক্ষম দরিদ্র” কাকে বলে?

উত্তর: যারা সবল ভিক্ষুক বা কাজ করতে সক্ষম তাদেরকে সক্ষম দরিদ্র বলা হতো।

(খ) ‘Social Diagnosis’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: ম্যারী রিচমন্ড (Mery Richmond) (গ) ‘Problem’ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?

(ঘ) “র‍্যাপো’ কি?

উত্তর: Rapport (র‍্যাপোর্ট) অর্থ- পেশাগত সম্পর্ক স্থাপনা।

(ঙ) বিভারিজ কে ছিলেন?

উত্তর: বিভারিজ ছিলেন একজন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনবিদ। তিনি সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জনক ও কল্যাণ রাষ্ট্রের পুরোধা। জন্ম স্কটল্যান্ড, ১৮৭৯ সালে।

(চ) বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী কিশোর অপরাধীর বয়সসীমা কত?

উত্তর: ১৮ বছর।

(ছ) NASW-এর পূর্ণরূপ লিখ।

উত্তর: NASW-এর পূর্ণরূপ হলো- National Association of Social Workers.

(জ) প্রবেশন কি? 

উত্তর: প্রবেশন হচ্ছে অপরাধীর শাস্তি স্থগিত রেখে শর্তাধীতে সাময়িক মুক্তি।

(ঝ) রাজা রামমোহন রায় কে ছিলেন?

উত্তর: রাজা রামমোহন রায় ছিলেন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং আধুনিক মানুষ।

(ঞ) ব্রহ্মসমাজ এর প্রতিষ্ঠাতা কে? 

উত্তর: রাজা রামমোহন রায়।

(ট) AIDS-এর পূর্ণরূপ লিখ।

উত্তর: এইডস (AIDS) -এর পূর্ণরূপ হলো- Acquired Immune Deficiency Syndrome.

ঠ) সামাজিক আইনের দুইটি উদ্দেশ্য লিখ।

( উত্তর: সামাজিক আইনের দুটি উদ্দেশ্য হলো- ১. সমাজের মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা ও ২. বঞ্চিত ও উপেক্ষিত ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণ করা।

১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও: (

 বিগত সালের কোশ্চেন – ২০১৮  

ক) ‘সোসাইটি’ গ্রন্থের লেখক কে?

উত্তর: ‘সোসাইটি’ গ্রন্থের লেখক ম্যাকাইভার।

(খ) ‘ইকোনোমিক্স’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?

উত্তর: ‘ইকোনোমিক্স’ শব্দটি প্রাচীন গ্রিক শব্দ oikonomia থেকে উৎপত্তি হয়েছে। 

(গ) ইংল্যান্ডে কখন এলিজাবেথীয় দরিদ্র আইন প্রবর্তন করা হয়?

উত্তর: ১৬০১ সালে।

(ঘ) COS-এর পূর্ণরূপ কী?

উত্তর: Charity Organization Society.

(ঙ) স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম কী? 

উত্তর: স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম আলীগড় আন্দোলন।

চ) পেশাদার সমাজকর্ম প্রথম কোন দেশে বিকাশ লাভ করে?

উত্তর: যুক্তরাজ্যে।

ছ) যৌতুক নিরোধ আইন কখন প্রণীত হয়?

উত্তর: ১৯৮০ সালে।

(জ) বৃত্তি কী?

উত্তর: বৃত্তি বলতে জীবন ধারনের উপায় বা অবলম্বনকে বুঝায়। 

(ঝ) কোন দেশে প্রথম শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে?

উত্তর: শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয়- ইংল্যান্ডে।

(ঞ) প্যারোল কী?

উত্তর: প্যারোল হচ্ছে অপরাধীর কিছু শাস্তির পর শাস্তি স্থগিত রেখে শর্তাধীনে মুক্তি প্রদান।

(ট) ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?

উত্তর: ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো হলো- (ক) ব্যক্তি, (খ) সমস্যা, (গ) স্থান/ সংস্থা, (ঘ) পেশাদার প্রতিনিধি এবং (৫) প্রক্রিয়া।

ঠ) সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম লিখ।

উত্তর: সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম হলো সমাজকর্ম গবেষণা।

 বিগত সালের কোশ্চেন – ২০১৯  

(ক) ‘সমাজকর্ম’ কী? (What is ‘Social Work’?)

উত্তর: সুসংগঠিত সমাজকল্যাণ ব্যবস্থার বৈজ্ঞানিক ও পেশাগত প্রক্রিয়াকে সমাজকর্ম বলে।

(খ) সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন? (Who has given the most acceptable definition of social work?)

উত্তর: সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ওয়ালটার আর্থার ফ্রিডল্যান্ডার।

(গ) ‘মনোবিজ্ঞান’ কী? (What is ‘Psychology’?)

উত্তর: মনোবিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া অনুধ্যানের বিজ্ঞান।

ঘ) ইংল্যান্ডে দান সংগঠন সমিতি কখন প্রতিষ্ঠিত হয়? (When was the charity organization societyfounded in England?)

উত্তর: ইংল্যান্ডে দান সংগঠন সমিতি ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়।

 ঙ) বিভারিজ রিপোর্টের ‘পঞ্চদৈত্য’ কী? (What are the ‘Five Giants’ of Beveridge Report?)

উত্তর: বিভারিজ রিপোর্টের পঞ্চদৈত্যগুলো হলো- অভাব, রোগ, অজ্ঞতা, অপরিচ্ছন্নতা এবং অলসতা। চ) NASW-এর পূর্ণরূপ লেখ। (Write down the elaboration of NASW.)

উত্তর: NASW-এর পূর্ণরূপ হলো- National Association of Social Workers.

ছ) সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন? (Who was the pioneer of social work education?)

উত্তর: ম্যারি রিচমন্ড।

(জ) আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা সংঘটিত হয়? (When was American economic depression occurred?) 

উত্তর: ১৮২৯ সালে।

(ঝ) ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে? (Who is the founder of Faraiji Movement?)

উত্তর: হাজী শরিয়তুউল্লাহ। 

(ঞ) শহর সমাজসেবা কী? (What is urban social service?)

উত্তর: শহর সমাজসেবা হচ্ছে শহরের দরিদ্র মানুষের সেবা দান করা।

 (ট) ‘র‍্যাপো’ কী? (What is ‘Rapport’?)

উত্তর: সমাজকর্মীর দায়িত্ব ও কর্তব্য সাফল্যজনকভাবে ব্যক্তির সমস্যার সমাধান ও ব্যক্তিকে সমাজে পুনর্বাসিত করার লক্ষ্যে উভয়ের মধ্যে যে আদর্শভিত্তিক সম্পর্ক গড়ে ওঠে তাই হলো র‍্যাপো/Rapport/পেশাগত সম্পর্ক।

ঠ) সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর নাম লিখ। (Write down the name of principal methods of social work.) 

উত্তর: সমাজকর্মের মৌলিক পদ্ধতি হলো ৩টি। যথা- ১. ব্যক্তি সমাজকর্ম, ২. দল সমাজকর্ম ও ৩. সমষ্টি সমাজকর্ম।

 বিগত সালের কোশ্চেন – ২০২০

ক) সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে? [In which country Social Work started as profession at first?]

উত্তর: ইংল্যান্ডে।

(খ) COS এর পূর্ণরূপ কী? [What is the full meaning of COS?]

উত্তর: Charity Organization Society.

(গ) বাংলার বাঘ বলা হয় কাকে? [Who is called the tiger of Bengal?]

উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হক।

(ঘ) ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? (Who was the founder of Brahmo Samaj?]

উত্তর: রাজা রামমোহন রায়।

(ঙ) যৌতুক নিরোধ আইন কখন প্রতিষ্ঠিত হয়? [When was the Dowry Prohibition Act founded?]

উত্তর: ১৯৮০ সালে।

(চ) Rapport শব্দের অর্থ কী? [What is the meaning of Rapport]

উত্তর: Rapport (র‍্যাপোর্ট) অর্থ- পেশাগত সম্পর্ক স্থাপনা।

(ছ) ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি? [How many elements of social case work?]

উত্তর: ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো হলো- (ক) ব্যক্তি, (খ) সমস্যা, (গ) স্থান/ সংস্থা, (ঘ) পেশাদার প্রতিনিধি এবং (৫) প্রক্রিয়া।

(জ) কল্যাণ রাষ্ট্রের জনক কে? [Who is the father of Welfare State?]

উত্তর: স্যার উইলিয়াম বিভারিজ কার্লমার্কস।

(ঝ) গ্রামীণ সমাজসেবা কত সালে শুরু হয়েছিল? [When did rural social service start?]

উত্তর: ১৯৭৪ সালে

(ঞ) ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কে? [Who is the pioneer of social case work?]

উত্তর: ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত মেরি রিচমন্ডকে মতান্তরে ফাদার ভিনসেন্ট ডি. পল ও আগানানকেও বলা হয়।

(ট) UNDP এর পূর্ণরূপ লিখ। [Write down the full meaning of UNDP.]

উত্তর: United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।

(ঠ) ‘Social Diagnosis ‘ গ্রন্থের রচয়িতা কে? [Who is the writer of the book ‘Social Diagnosis’?]

উত্তর: Mary Richmond

বিগত সালের কোশ্চেন – ২০২১

(ক) সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন? [Who was the pioneer of Social Work education?]

উত্তর: ম্যারি রিচমন্ড।

(খ) ‘সোসাইটি’ গ্রন্থের লেখক কে? [Who is the writer of the book ‘Society?]

উত্তর: ‘সোসাইটি’ গ্রন্থের লেখক ম্যাকাইভার।

(গ) কোন দেশে প্রথম শিল্পবিপ্লবের সূত্রপাত ঘটে? [In which country the Industrial Revolution started at first?]

উত্তর: ইংল্যান্ডে

(ঘ) ‘Problem’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? [From which word the word ‘Problem’ is derived?]

উত্তর: গ্রিক শব্দ Problema.

(ঙ) NASW এর পূর্ণরূপ লেখ। [Write down the elaboration of NASW.J

উত্তর: National Association of Social Workers বা জাতীয় সমাজকর্মী সংঘ।

(চ) ইংল্যান্ডের দান সংগঠন সমিতি কখন গঠিত হয়? [When was the charity organization society established in England?]

উত্তর: দান সংগঠন সমিতি ইংল্যান্ডের লন্ডনে ১৮৬৯ খ্রি. সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়।

(ছ) আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা সংঘটিত হয়? [When was American economic depression occurred?]

উত্তর: ১৮২৯ সালে।

(জ) বেগম রোকেয়া কোন সালে জন্মগ্রহণ করেন? [Which year Begum Rokeya was born?]

উত্তর: ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

(ঝ) বিভারিজ কে ছিলেন? [Who was Beveridge?]

উত্তর: বিভারিজ ছিলেন একজন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনবিদ। তিনি সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জনক ও কল্যাণ রাষ্ট্রের পুরোধা। জন্ম স্কটল্যান্ড, ১৮৭৯ সালে।

(ঞ) নারী কল্যাণ কী? [What is women welfare?]

উত্তর: নারী কল্যাণ হচ্ছে এমন কার্যক্রম যার মাধ্যমে সমাজস্থিত নারীদের নানাবিধ সমস্যার সুষ্ঠু সমাধানের মাধ্যমে তাদের স্বাভাবিক ভুমিকা পালন ও জাতীয় উন্নয়নে সক্ষম করে তোলাকে বুঝায়।

ট) ধর্ম কী? [What is religion?]

উত্তর: ব্যক্তিগত ঈশ্বর বা ঈশ্বরসমূহে বিশ্বাস এবং উপাসনা করাকে ধর্ম বলে।

(ঠ) সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো কী? [What are the auxiliary methods of Social Work?]

উত্তর: সমাজকর্ম গবেষণা, সমাজকর্ম প্রশাসন, সামাজিক কার্যক্রম।

বিগত সালের কোশ্চেন – ২০২২

(ক) ‘Introduction to Social Welfare’ গ্রন্থের লেখক কে? [Who is the author of the book “Introduction to Social Welfare’?]

উত্তর: W A Friedlander.

(খ) সর্ব প্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে? [In which country social work emerged as a profession at first?]

উত্তর: ইংল্যান্ডে

(গ) C.O.S-এর পূর্ণরূপ লেখ। [Write down the elaboration of C.O.S.]

উত্তর: Charity Organization Society

(ঘ) যুক্তরাজ্যে কখন এলিজাবেথীয় দরিদ্র আইন প্রবর্তন করা হয়? [When was the Elizabethan Poor Law introduced in UK?]

উত্তর: ১৬০১ সালে

(ঙ) সমাজকর্মের দুটি দার্শনিক মূল্যবোধের উল্লেখ কর। [Mention two philosophical values of social work.]

উত্তর: স্বাধীনতা ও সমতা

(চ) বেগম রোকেয়া কেন বিখ্যাত? [Why Begum Rokeya was famous?]

উত্তর: নারী জাগরণের অগ্রদূত।

(ছ) র‍্যাপো কী? [What is Rapport?]

উত্তর:  Rapport (র‍্যাপোর্ট) অর্থ- পেশাগত সম্পর্ক স্থাপনা।

(জ) ঋণ সালিশী বোর্ড কার উদ্যোগে গঠিত হয়েছিলো? [Who was the pioneer of the Debt Arbitration Board?]

উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হক।  

(ঝ) নারী নির্যাতন অধ্যাদেশ কখন প্রণীত হয়? [When was the Cruelty to woman ordinance formulated?] 

উত্তর: ২ অক্টোবর, ১৯৮৩ সালে।

(ঞ) যৌতুক নিরোধ আইন কখন প্রণয়ন করা হয়? [When was the Dowry Prohibition Act formulated?]

উত্তর: ১৯৮০ সালে

(ট) ব্যক্তি সমাজকর্মের উপাদান কী কী? [What are the elements of Social Case Work?]

উত্তর: ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো হলো- (ক) ব্যক্তি, (খ) সমস্যা, (গ) স্থান/ সংস্থা, (ঘ) পেশাদার প্রতিনিধি এবং (৫) প্রক্রিয়া।

(ঠ) RSS-এর পূর্ণরূপ লেখ। [Write down the elaboration of RSS.]

উত্তর: Rural Social Service.

Shihabur Rahaman
Shihabur Rahaman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 263