Social Work Brief Suggestion

Social Work Brief Suggestion

1. কে সমাজকর্মকে একটি কলা,বিজ্ঞান ও পেশারূপে ঘোষণা করেছেন? 

উত্তরঃ রেক্স এ স্কিডমোর, ও এম.জে. থ্যাকারি।

2. সমাজকর্মের ৪টি সাধারণ নীতির নাম লিখ। 

উত্তরঃ গ্রহণনীতি, যোগাযোগনীতি, আত্মনিয়ন্ত্রণ, অধিকারদান নীতি।

3. সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা কী?

উত্তরঃ প্রতিকার মূলক, প্রতিরোধমূলক ও উন্নয়নমূলক।

4. সর্বপ্রথম সমাজকর্মের বিকাশ হয় কোথায়? 

উত্তরঃ ইংল্যান্ডে।

5. CSWE-এর পূর্ণরূপ কী?

উত্তরঃ Council on Social Work Education.

6. সমাজ কর্মের ত্রিবিধ ভূমিকা কী? 

উত্তরঃ প্রতিকার, প্রতিরোধ, উন্নয়ন

7. Philosophy of Social Work গ্রন্থের লেখক কে? 

উত্তরঃ হারবার্ট বিসনো।

8. অনুশীলন ও ফলপ্রসূতার ভিত্তিতে সমাজকর্মীদের কী বলা হয়? 

উত্তরঃ সামাজিক চিকিৎসক বা সমাজ প্রকৌশলী।

9. ৪৩তম এলিজাবেথ কী?

উত্তরঃ ১৬০১ সালের ইংল্যান্ডের দরিদ্র আইন।

10. Rapport অর্থ কি?

উত্তরঃ পেশাগত সম্পর্ক স্থাপন। 

11. NSWE-এর পূর্ণরূপ কী?

উত্তরঃ National Association of Social Workers.

12. জাতীয় স্বাস্থ্য আইন কোন সালে করা হয়? 

উত্তরঃ ১৯৩৪ সালো।

13. বেভারেজ রিপোর্টের পঞ্চ দৈত্য কী কী? 

উত্তরঃ অভাব, রোগব্যাধি, অজ্ঞতা, মলিনতা ও অলসতা।

14. ইংল্যান্ডে শিক্ষা আইন করা হয় কোন সালে? 

উত্তরঃ ১৯০৭ সালে।

15. COS-এর পূর্ণরূপ কী? 

উত্তরঃ Charity Organization Society.

16. ইংল্যান্ডে কত সালে দান সংগঠণ সমিতি (COS) গঠণ করা হয়। 

উত্তরঃ ১৮৬৯ সালে।

17. বেভারেজ রিপোর্টে কতটি নীতি আছে?

উত্তরঃ ৬টি।

18. COS নীতি কার নেতৃত্বে করা হয়? 

উত্তরঃ Thomas Charlmers এর নেতৃত্বে।

19. আমেরিকায় প্রথম দরিদ্রাবাস স্থাপিত হয় কোন সালে? 

উত্তরঃ ১৬৫৭ সালে

20. এলিজাবেথীয় দরিদ্র আইনে স্থানীয় সংস্থার নাম কী? 

উত্তরঃ প্যারিস।

21. একটি পেশার বিকাশে অতিপ্রয়োজনীয় দু’টি বিষয়ের নাম লিখ? 

উত্তরঃ পেশাগত নীতি ও মূল্যবোধ থাকা জরুরি।

22. আধুনিক সমাজকর্মের ভিত্তিভূমি কোথায়?

 উত্তরঃ ইংল্যান্ডে।

23. ইংল্যান্ডে Black Death নামে কী পরিচিত ছিল? 

উত্তরঃ প্লেগ রোগ.

24. পঞ্চদশ শতকে ইংল্যান্ডের সমাজব্যবস্থায় প্রধান সমস্যা কী ছিল? 

উত্তরঃ দারিদ্র।

25. আধুনিক সমাজকর্মের বিকাশ কোথায় ঘটে?

উত্তরঃ যুক্তরাষ্ট্রে।

26. “প্রজাদের সুখই রাজার সুখ”- কে বলেছিলেন?

 উত্তরঃ কৌটিল্য।

27. কে সতীদাহ প্রথা বিলোপে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন? 

উত্তরঃ রাজা রামমোহন রায়।

28.  বাংলাদেশে সমাজ কর্মের শিক্ষাদান কোথায় শুরু হয়? 

উত্তরঃ ১৯৬৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

29. Social Diagnosis গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তরঃ বিশিষ্ট সমাজকর্মী ম্যারি রিচমান্ডের।

30. ইংল্যান্ডে প্রাথমিক অবস্থায় দানকার্য পরিচালিত হতো কার মাধ্যমে? 

উত্তরঃ গির্জার মাধ্যমে।

31. স্টেট বোর্ড অব চ্যারিটিজ কী?

উত্তরঃ যুক্তরাষ্ট্রের দারিদ্র্য, প্রতিবন্ধীত্ব ও অপরাধ নিবারক সংস্থা।

32. যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা আইন কোন সালে প্রণীত হয়? 

উত্তরঃ ১৯৩৫ সালে।

33. প্রাচীন ভারতের দু’টি জনবসতির নাম লিখ। 

উত্তরঃ দ্রাবিড়, আর্য।

34. ভারতবর্ষের কোন ইংরেজ শাসক প্রজাকল্যাণে সবচেয়ে বেশী অবদান রাখেন? 

উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক।

35. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে গঠিত হয়?

উত্তরঃ ১৬০০ সালে।

36. আলীগড় আন্দোলনের জনক কে?

উত্তরঃ স্যার সৈয়দ আহমদ খান।

37. বেগম রোকেয়ার দু’টি গ্রন্থের নাম লিখ। 

উত্তরঃ অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন।

38. রেনেসাঁ কী?

উত্তরঃ ১৫ ও ১৬ শতকে ইউরোপে মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পনের মধ্যবর্তী সময়ের সামাজিক, সাংস্কৃতিক, ও ধর্মীয় পুনর্জাগরণ কে রেনেসাঁ  বলে।

39. কে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ  Raja Ram Mohan Roy.

40. সমাজ সংস্কারে শেরে বাংলা এ,কে ফজলুল হকের প্রধান দু’টি অবদান লিখ।

উত্তরঃ জমিদারি প্রথার উচ্ছেদ, প্রজাস্বত্ব আইন পাস।

41. আলীগড় আন্দোলনের প্রধান দু’টি কার্যক্রম লিখ।

উত্তরঃ সায়েন্টিফিক সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশন প্রতিষ্ঠা।

42. সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কোন সালে পাস হয়?

উত্তরঃ ১৮২৯ সালে।

43. যৌতুক নিরোধ আইন-১৯৮০ এ কী শাস্তির বিধান করা হয়? 

উত্তরঃ এক বছর কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ড।

44. হিন্দু বিধবা বিবাহ আইন কবে হয়

উত্তরঃ ১৮৫৬ সালের, ২৬ জুলাই

45. নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর সর্বোচ্চ শাস্তি কী? 

উত্তরঃ মৃত্যুদন্ড।

46.সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কী কী?

উত্তরঃ ৩ প্রকার; সামাজিক বীমা, সামাজিক সাহায্য, সমাজ সেবা।

47. আন্তর্জাতিক সমাজকল্যাণ সংস্থার শ্রেণীবিভাগ কয়টি? 

উত্তরঃ ৪টি।

48. কোন চুক্তির আলোকে জাতিসংঘ গঠিত হয়?

উত্তরঃ ভার্সাই চুক্তি।

49. বিশ্বখাদ্য সংস্থার মূল লক্ষ্য কী? 

উত্তরঃ ‘ক্ষুধামুক্ত বিশ্ব’।

50. হিন্দু বিধবা বিবাহ আইন কবে হয়? 

উত্তরঃ ১৮৫৬ সালের, ২৬ জুলাই।

51. মুসলিম পারিবারিক আইন কত সালে প্রতিষ্ঠিত হয়?

 উত্তরঃ ১৯৬১ সালের ২ মার্চ

52. যৌতুক কী?

 উত্তরঃ বিবাহের শর্ত হিসেবে বর বা কনেপক্ষের দাবি করা অর্থ, সম্পদ বা অন্যান্য সুবিধা সমূহকেই যৌতুক বলে।

53. শিশুর সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনটি হলো? 

উত্তরঃ ১৯৭৪ সালের শিশু আইন।

54. শিশুদের জন্য শিশু একাডেমীর কাজ কী?

উত্তরঃ শিশু সাহিত্য প্রকাশ, ছবি আকা, সংস্কৃতিক কর্মসূচি পরিচালনা।

55. প্রতিবন্ধী কল্যাণ আইন কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ২০০১ সালে।

56. মাতৃত্ব সুবিধা কী?

উত্তরঃ কর্মরত মহিলাদের সন্তান প্রসবকালীন প্রাপ্ত সুবিধাসমূহ

57. নারী কল্যাণ কী?

উত্তরঃ নারী কল্যাণ হলো নারীদের সার্বিক কল্যাণে গৃহিত কার্যক্রম।

58. পঞ্চদৈত্য কী কী?

উত্তরঃ ১. অভাব ২. রোগব্যাধি ৩. অজ্ঞতা ৪. অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ৫. অলসতা

59.  বাংলাদেশে সর্বপ্রথম কী ভাবে প্রবেশন চালু হয়? 

উত্তরঃ ১৯৬০ সালের ‘দি প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স’-এর বলে।

60. বৃত্তি ও পেশার মধ্যে প্রধান পার্থক্য কী?

উত্তরঃ বৃত্তি সহজে পরিবর্তন করা যায় কিন্তু বিশেষ দক্ষতার প্রযোজন হয় বলে পেশা সহজে পরিবর্তন করা যায়না না.

61. সমাজকর্ম কোন ধরনের পেশা? 

উত্তরঃ সক্ষমকারী ও সাহায্যকারী।

62. পেশা শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তরঃ ফারসি শব্দ থেকে

63. বাংলাদেশে সমাজকর্ম কোন ধরনের পেশা? 

উত্তরঃ উন্নয়নশীল পেশা।

64. সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে? 

উত্তরঃ ইংল্যান্ডে।

65. মূল্যবোধের তিনটি জবচউদাহরণ দাও। 

উত্তরঃ একতা, ভ্রাতৃত্ব, সততা।

66. বিপ্লব কী?

উত্তরঃ বিপ্লব হলো দ্রুত ও ব্যাপক সামাজিক পরিবর্তন যা প্রচলিত রীতিনীতি ও কর্তৃত্বকে উৎখাত করে নতুনত্বের উন্মেষ ঘটায়।

67. শিল্পবিপ্লব শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তরঃ ঐতিহাসিক আরনল্ড টয়েনবি।

68.  শিল্প বিপ্লবের জনক কে?

উত্তরঃ জেমস ওয়াট।

69. শিল্প বিপ্লব কী?

উত্তরঃ কৃষি নির্ভর কুটির শিল্প হতে বৃহৎ শিল্প ও যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন।

70. শিল্পায়ন কী?

উত্তরঃ কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তর।

71. শহরায়ন কী?

উত্তরঃ শহরায়ন হল গ্রামাঞ্চল থেকে শহরে জনসংখ্যার স্থানান্তর।

72. শহরায়নের ফলে সৃষ্ট প্রধান দু’টি সামাজিক সমস্যা লিখ। 

উত্তরঃ বস্তি সমস্যা, স্বাস্থ্য সমস্যা।

73. অষ্টাদশ শতকের সবচেয়ে যুগান্তকারী ঘটনা কী? 

উত্তরঃ শিল্প বিপ্লব।

74. টয়েনবির একটি বিখ্যাত গ্রন্থের নাম লিখ।

উত্তরঃ Lectures on the Industrial Revolution.

75. কল্যাণ রাষ্ট্রের প্রধান কাজ কী?

উত্তরঃ জনগণের নিরাপত্তা প্রদান।

76. সমাজতন্ত্র কী?

উত্তরঃ সমাজতন্ত্র হল একটি সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলির সামাজিক মালিকানা এবং সমবায়ভিত্তিক ব্যবস্থাপনা থাকে।

77. সামাজিক সমস্যা কী?

উত্তরঃ সামাজিক সমস্যা হলো এমন নেতিবাচক ঘটনা যা সমাজে বসবাসকারী মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে।

78. জনসংখ্যা স্ফীতি কী?

উত্তরঃ জনসংখ্যা স্ফীতি হলো জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি, যা পরিবেশ ও অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।

79.  জনসংখ্যা স্ফীতির প্রধান তিনটি কারণ লিখ।

উত্তরঃ আবহাওয়া, বাল্যবিবাহ, সচেতনতার অভাব।

80. ভিক্ষাবৃত্তি কী? 

উত্তরঃ ভিক্ষার মাধ্যমে জীবিকা নির্বাহ।

81. অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে প্রধান পার্থক্য কী? 

উত্তরঃ বয়সে।

82. শিশুকল্যাণ কী?

উত্তরঃ গর্ভকাল থেকে শিশুকাল পর্যন্ত সুষ্ঠু বিকাশের সুব্যবস্থা।

83. গ্রামীন ব্যাংক কে, কোন সালে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ ডঃ মোঃ ইউনূস, ১৯৭৫ সালে।

84. চিকিৎসা সমাজকর্ম কী?

উত্তরঃ আর্থ-সামাজিক ও মনস্তাত্ত্বিক তথ্য উদঘাটন করে রোগীর চিকিৎসাকার্যে সহায়তা।

85. প্রবেশন কী?

উত্তরঃ শর্ত সাপেক্ষে মুক্তি।

86. প্যারোল কী?

উত্তরঃ আংশিক শাস্তি ভোগের পর মুক্তি প্রদান।

87. বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান তিনটি কর্মসূচি লিখ।

উত্তরঃ স্বাস্থ্য, ত্রাণও পুনর্বাসন, দুযোগকালীন আশ্রয়কেন্দ্র নির্মাণ।

88. কিসের অভাবে ডায়াবেটিক রোগ হয়?

উত্তরঃ ইনসুলিনের অভাবে

89. ম্যালথাসের মতে জনসংখ্যার সাথে উৎপাদনের সম্পর্ক কীরূপ?

উত্তরঃ জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, উৎপাদন বাড়ে গাণিতিক হারে।

90. কাম্য জনসংখ্যা কী?’

উত্তরঃ সম্পদের সাথে সংগতিপূর্ণ জনসংখ্যা।

91. দারিদ্র্যের দুষ্টচক্র কী?

উত্তরঃ দারিদ্র্যের দুষ্টচক্র হল এমন একটি অবস্থা যেখানে দরিদ্রতা নিজেই আরও দরিদ্রতা সৃষ্টি করে। 

92. বিশ্ব ব্যাংকের মতে দরিদ্র কে?

উত্তরঃ যার বার্ষিক আয় ৫০ মার্কিন ডলার বা তার নিচে।

93. পদ্ধতির ইংরেজি Method শব্দটি কোন শব্দ থেকে এসেছে ও এর অর্থ কী?

উত্তরঃ Method শব্দটি গ্রিক শব্দ Meta এবং Hodo থেকে এসেছে। Meta অর্থ with  এবং Hodos অর্থ why, যার বাংলা অর্থ হলো পন্থাসহ বা পন্থার সাহায্য।

94. স্বনির্ভর বাংলাদেশের মূল মন্ত্র কী? 

উত্তরঃ সমালোচনা নয়, আত্ম সমালোচনা।

95. স্বনির্ভর আন্দোলনের প্রতিষ্ঠা কোন সালে? 

উত্তরঃ ১৯৭৫ সালে।

96. বেকারত্ব কী? 

উত্তরঃ বেকারত্ব হল কাজের ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ না পাওয়া।

97. নারী কল্যাণ কী?

উত্তরঃ নারীদের সার্বিক কল্যাণে গৃহিত কার্যক্রম।

98. আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালন করা হয়?

উত্তরঃ ৮ই মার্চ।

99.  শহর সমাজসেবা কি?

উত্তরঃ শহররের অনুন্নত, অসহায় ও দরিদ্র শ্রেণির লোকদের আর্থ-সামাজিক, মনো-দৈহিক, সাংস্কৃতিক উন্নয়নের জন্য একটি উন্নয়নমুখি কর্মসূচি।

100. সমাজকর্ম পদ্ধতি কী? 

উত্তরঃ সমাজকর্ম অনুশীলনের কর্মপ্রক্রিয়া ও কৌশলসমূহ।

101. ব্যক্তি সমাজকর্ম কী?

উত্তরঃ সমস্যাগ্রস্ত ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে সহায়তা।

102. দল সমাজকর্মের নীতি কয়টি? 

উত্তরঃ ১০ টি।

103. সমষ্টি সংগঠন কী?

উত্তরঃ ব্যক্তি, দল ও সংগঠন সামাজিক সমস্যাগুলোর মোকাবেলায় পরিকল্পিত কার্যক্রম।

104. সমষ্টি সংগঠনের প্রক্রিয়া কয়টি? 

উত্তরঃ ৩ টি।

105. সমষ্টি সংগঠনের ধাপ কয়টি?

উত্তরঃ ৯ টি।

106. সমষ্টি উন্নয়ন কী?

উত্তরঃ সমষ্টি উন্নয়ন হলো একটি জনসমষ্টির সামগ্রিক কল্যাণ ও উন্নতির লক্ষ্যে সচেতন ও পরিকল্পিত প্রচেষ্টা।

107. সমাজকর্ম প্রশাসন কী?

উত্তরঃ সামাজিক নীতিকে সমাজসেবায় রূপান্তরের যে ব্যবস্থা তাই সমাজকর্ম প্রশাসন।

108. সমাজকর্ম গবেষণা কী?

উত্তরঃ সমাজ, সামাজিক সমস্যা, এর প্রভাব ও কারণ প্রভৃতি সমপর্কে সুশৃঙ্খল অনুসন্ধান।

109. মৌলিক পদ্ধতি কী?

উত্তরঃ প্রত্যক্ষভাবে প্রয়োগযোগ্য পদ্ধতি।

110. সমন্বিত সমাজকর্ম পদ্ধতি কী?

উত্তরঃ সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতির সমন্বিত প্রয়োগ।

Shihabur Rahaman
Shihabur Rahaman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 263