Political Organisation and System of UK and USA Brief Suggestion

Avatar

Shihabur Rahman

Academic

Political Organisation and System of UK and USA Brief Suggestion

 

১. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

Ans:  এরিস্টটল।

২. সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কতটি?

Ans:  ৪ টি।

৩. রাষ্ট্রের সর্বোচ্চ আইন কী?

Ans:  সংবিধান।

৪. সরকারের শ্রেণিবিভাগকে কতটি পর্যায়ে ভাগ করা যায় ও কী কী?

Ans:  ৩ টি প্রাচীন, আধুনিক ও সাম্প্রতিক।

৫. সর্বাত্মকবাদী ব্যবস্থা কী?

Ans: ব্যক্তি জীবনের সকল বিষয় রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণ।

৬. এককেন্দ্রীক সরকারের তিনটি গুণ লিখ।

Ans:  দ্রত সিদ্ধান্ত গ্রহণ, রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা, কম ব্যয়বহুল।

৭. দু'জন এক নায়কের নাম লিখ।

Ans: এডলফ হিটলার ও বেনিটো মুসোলিনি।

৮. একনায়কতন্ত্রের উৎপত্তি কোন দেশে?

Ans:  জার্মানে।

৯. কখন ও কোন দেশে প্রথম নারী ভোটাধিকার স্বীকৃত হয়?

Ans:  ১৯২০ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রে।

১০.  "Voice of the people is the voice of God"- উক্তিটি কার?

Ans:  জ্যা জ্যাক রশো।

১১. "Public opinion is neither public nor opinion"- উক্তিটি কার?

Ans:   অধ্যাপক গেটেল।

১২.  বৃটেনের আইনসভার কক্ষ দুটির নাম কী?

Ans: লর্ড সভা ও কমন্স সভা।

১৩. Bill of Rights কত সালে স্বাক্ষরিত হয়?

Ans: ১৬৮৯ সালে।

১৪. বিশ্বের প্রাচীনতম সংবিধান কোনটি?

Ans:  বৃটেনের সংবিধান।

১৫. বৃটেনে "Her Majesty's Opposition" বলা হয় কাকে?

Ans:  বিরোধী দলকে।

১৬. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কত সালে কার্যকর হয়?

Ans:  ১৭৮৯ সালে।

১৭. মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হবার জন্য কমপক্ষে কতটি ভোট পেতে হয়?

Ans:  ২৭০।

১৮. এক ব্যাক্তি কতবার মার্কিন রাষ্ট্রপতি পদ প্রার্থী হতে পারেন?

Ans:  সর্বোচ্চ দুই বার।

১৯. কে মার্কিন যুক্তরাষ্ট্রে দু'বারের অধিক রাষ্ট্রপতি ছিলেন?

Ans:  ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট (Franklin D. Roosevelt) ।

২০. প্রত্যেক অঙ্গরাজ্য কতজন করে সিনেট প্রতিনিধি নির্বাচন করে?

Ans:  ২ জন।

২১. "Constitution is the way of life"-উক্তিটি কার? ★★★

Ans: Aristotle.

২২. 'Demos' শব্দের অর্থ কি? ★★★

Ans: জনগণ।

২৩. ফ্যাসিবাদের জনক কে? ★★★

Ans: বেনিটো মুসোলিনি।

২৪. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

Ans: সার্বভৌমত্ব।

২৫. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়? ★★★

Ans: ১২১৫।

২৬. ব্রিটেনের কমন্স সভার সদস্য সংখ্যা কত?

Ans: ৬৫০ জন।

২৭. গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কি?

Ans: The United Kingdom of Great Britain and North Ireland.

২৮. 'The Spirit of Laws'-গ্রন্থটির লেখক কে

Ans: মন্টেস্কু।

২৯. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?

Ans: ডোনাল্ড ট্রাম্প।

৩০. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি? ★★★

Ans: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।

৩১. মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কতটি? ★★★

Ans: ৫০টি

৩২. সংবিধানের দুটি উৎসের নাম লিখ. ★★★

Ans: সন্ধি ও চুক্তি, প্রথাগত আইন।

৩৩. Aristotle-এর মতে সর্বোত্তম সরকার কোনটি?

Ans: পলিটি বা মধ্যম।

৩৪. "The system of fundamental political institutions is the constitution" উক্তিটি কার?

Ans: Prof. H. Finer.

৩৫. লর্ড সভার সভাপতিত্ব করেন কে? ★★★

Ans: লর্ড চ্যান্সেলর।

৩৬. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ★★★

Ans: পরোক্ষ নির্বাচন (Electoral College এর ভোটের মাধ্যমে) মাধ্যমে।

৩৭.  মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নিম্নকক্ষের নাম কি?

Ans: হাউজ অব রিপ্রেজেন্টেটিভস বা মার্কিন প্রতিনিধি সভা।

৩৮. গৌরবময় বিপ্লব কোন সালে সংঘটিত হয়?

Ans: ১৬৮৮।

৩৯. সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কী কী?

Ans: সংশোধনের ভিত্তিতে সংবিধান কে দুই ভাগে ভাগ করা হয়। যথা: ক) সুপরিবর্তনীয় সংবিধান, খ) দুষ্পরিবর্তনীয় সংবিধান।

৪০. 'Foedus' শব্দের অর্থ কী? ★★★

Ans: সন্ধি বা মিলন।

৪১.  নাৎসিবাদের জনক কে? ★★★

Ans: এডলফ হিটলার।

৪২. বৃটেনের সর্বোচ্চ আদালতের নাম কী?

Ans: সুপ্রিম কোর্ট।

৪৩. পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে?

Ans:  ব্রিটেন।

৪৪. বৃটেনের কমন্স সভার সদস্য কত?

Ans: ৬৫০ জন।

৪৫. মার্কিন যুক্তরাষ্ট্রর প্রথম রাষ্ট্রপতি কে?

Ans: জর্জ ওয়াশিংটন।

৪৬.  মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?

Ans: ৪ বছর।

৪৭. মার্কিন যুক্তরাষ্ট্রের 'ইলেকটোরাল কলেজের' সদস্য সংখ্যা কত? ★★★

Ans: ৫৩৮ জন।

৪৮. 'Modern Constitution' বইটির লেখক কে? ★★★

Ans: কে সি হুইয়ার।

৪৯. 'Sovereignty' শব্দের উৎস কি?

Ans: 'Sovereignty' শব্দটি লাতিন শব্দ Superanus এবং Sovrano শব্দ থেকে এসেছে।

৫০.  সরকারের অঙ্গসমূহ কি কি?

Ans: আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ।

৫১.  ব্রিটিশ আইনসভা কয় কক্ষবিশিষ্ট?

Ans: দ্বি-কক্ষ-বিশিষ্ট।

৫২.  কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়?

Ans: September 17, 1787.

৫৩. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি?

Ans: রিপাবলিকান পার্টি।

৫৪.  মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোক্ষমতা কে প্রয়োগ করেন?

Ans: President.

৫৫. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে?

Ans: ভাইস প্রেসিডেন্ট।

৫৬"গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার"-উক্তিটি কার? ★★★

Ans: আব্রাহাম লিঙ্কন।

৫৭. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?

Ans: নির্বাচকমন্ডলী।

৫৮. সংসদীয় গণতন্ত্রের জনক কে?

Ans: জন লক।

৫৯. ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? ★★★

Ans: মন্টেস্কু।

৬০.  সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধান কে? ★★★

Ans: স্পীকার।

৬১. "Electorate is the main basis of Representative democracy" উক্তিটি কার?

Ans: Prof. Willoughby.

৬২. সংসদীয় সরকার পদ্ধতি কোন দেশে প্রচলিত আছে? ★★★

Ans: বাংলাদেশ এবং ব্রিটেন।

৬৩. চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও। ★★★

Ans: ছাত্র সংসদ, শ্রমিক সংঘ।

৬৪.  মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?

Ans: কংগ্রেস।

৬৫.  যুক্তরাজ্যের সরকার প্রধান কে?

Ans: প্রধানমন্ত্রী।

৬৬. মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ করেন কে?

Ans: President.

৬৭. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপত্বি কে করেন?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট।

৬৮. ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী? ★★★

Ans: কিয়ের স্টারমার।

৬৯. USA-এর পূর্ণরূপ কী? ★★★

Ans: United States of America.

 

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD