Brief Suggestion of Political Organisation

Al Amin
Brief Suggestion of Political Organisation
ক- বিভাগ সাজেশন
1. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
Ans: এরিস্টটল।
2. সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কতটি?
Ans: ৪ টি।
3. রাষ্ট্রের সর্বোচ্চ আইন কী?
Ans: সংবিধান।
4. সরকারের শ্রেণিবিভাগকে কতটি পর্যায়ে ভাগ করা যায় ও কী কী?
Ans: ৩ টি- প্রাচীন, আধুনিক ও সাম্প্রতিক।
5. সর্বাত্মকবাদী ব্যবস্থা কী?
Ans: ব্যক্তি জীবনের সকল বিষয় রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণ।
6. এককেন্দ্রীক সরকারের তিনটি গুণ লিখ।
Ans: দ্রত সিদ্ধান্ত গ্রহণ, রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা, কম ব্যয়বহুল।
7. দু'জন এক নায়কের নাম লিখ।
Ans: এডলফ হিটলার ও বেনিটো মুসোলিনি।
আরো পড়ুনঃ বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট কী
8. একনায়কতন্ত্রের উৎপত্তি কোন দেশে?
Ans: জার্মানে।
9. কখন ও কোন দেশে প্রথম নারী ভোটাধিকার স্বীকৃত হয়?
Ans: ১৯২০ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রে।
10. "Voice of the people is the voice of God"- উক্তিটি কার?
Ans: জ্যা জ্যাক রশো।
11. "Public opinion is neither public nor opinion"- উক্তিটি কার?
Ans: অধ্যাপক গেটেল।
12. বৃটেনের আইনসভার কক্ষ দুটির নাম কী?
Ans: লর্ড সভা ও কমন্স সভা।
13. Bill of Rights কত সালে স্বাক্ষরিত হয়?
Ans: ১৬৮৯ সালে।
14. বিশ্বের প্রাচীনতম সংবিধান কোনটি?
Ans: বৃটেনের সংবিধান।
15. বৃটেনে "Her Majesty's Opposition" বলা হয় কাকে?
Ans: বিরোধী দলকে।
17. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কত সালে কার্যকর হয়?
Ans: ১৭৮৯ সালে।
18. মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হবার জন্য কমপক্ষে কতটি ভোট পেতে হয়?
Ans: ২৭০।
19. এক ব্যাক্তি কতবার মার্কিন রাষ্ট্রপতি পদ প্রার্থী হতে পারেন?
Ans: সর্বোচ্চ দুই বার।
20. কে মার্কিন যুক্তরাষ্ট্রে দু'বারের অধিক রাষ্ট্রপতি ছিলেন?
Ans: ফ্রাংক্লিন ডেলানো রুজ্ভেল্ট।
আরো পড়ুনঃ যুক্তফ্রন্ট কী? ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি
21. প্রত্যেক অঙ্গরাজ্য কতজন করে সিনেট প্রতিনিধি নির্বাচন করে?
Ans: ২ জন।
22. "Constitution is the way of life"-উক্তিটি কার?
Ans: Aristotle.
23. 'Demos' শব্দের অর্থ কি?
Ans: জনগণ।
24. ফ্যাসিবাদের জনক কে?
Ans: বেনিটো মুসোলিনি।
25. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
Ans: সার্বভৌমত্ব।
26. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
Ans: ১২১৫।
27. ব্রিটেনের কমন্স সভার সদস্য সংখ্যা কত?
Ans: ৬৫০ জন।
28. গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কি?
Ans: The United Kingdom of Great Britain and North Ireland.
29. 'The Spirit of Laws'-গ্রন্থটির লেখক কে
Ans: মন্টেস্কু।
30. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
Ans: জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র।
31. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি?
Ans: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
32. মার্কিন যুক্তরাষ্ট্রের অংগরাষ্ট্র কতটি?
Ans: ৫০।
33. সংবিধানের দুটি উৎসের নাম লিখ.
Ans: সন্ধি ও চুক্তি, প্রথাগত আইন।
34. Aristotle-এর মতে সর্বোত্তম সরকার কোনটি?
Ans: পলিটি বা মধ্যম।
35. 'Demos' শব্দের অর্থ কী?
Ans: জনগণ।
36. "The system of fundamental political institutions is the constitution" উক্তিটি কার?
Ans: Prof. H. Finer.
আরো পড়ুনঃ যুক্তফ্রন্ট কী? ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি
37. সংসদীয় সরকার ব্যবস্থায় আইন সভার প্রধান কে?
Ans: স্পিকার।
38. লর্ড সভার সভাপতিত্ব করেন কে?
Ans: লর্ড চ্যান্সেলর।
39. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
Ans: পরোক্ষ নির্বাচন (Electoral College এর ভোটের মাধ্যমে) মাধ্যমে।
40. মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নিম্নকক্ষের নাম কি?
Ans: হাউজ অব রিপ্রেজেন্টেটিভস বা মার্কিন প্রতিনিধি সভা।
41. গৌরবময় বিপ্লব কোন সালে সংঘটিত হয়?
Ans: ১৬৮৮।
42. সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কী কী?
Ans: সংশোধনের ভিত্তিতে সংবিধান কে দুই ভাগে ভাগ করা হয়। যথা: ক) সুপরিবর্তনীয় সংবিধান, খ) দুষ্পরিবর্তনীয় সংবিধান।
43. সংবিধানের দুটি উৎসের নাম লিখ।
Ans: ঐতিহাসিক সনদ, বিধিবদ্ধ আইন।
44. 'Foedus' শব্দের অর্থ কী?
Ans: সন্ধি বা মিলন।
45. নাৎসিবাদের জনক কে?
Ans: এডলফ হিটলার।
46. বৃটেনের সর্বোচ্চ আদালতের নাম কী?
Ans: লর্ডসভা।
47. পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে?
Ans: ব্রিটেন।
48. বৃটেনের কমন্স সভার সদস্য কত?
Ans: ৬৫০ জন।
49. মার্কিন যুক্তরাষ্ট্রর প্রথম রাষ্ট্রপতি কে?
Ans: জর্জ ওয়াশিংটন।
50. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
Ans: ৪ বছর।
51. মার্কিন যুক্তরাষ্ট্রের 'ইলেকটোরাল কলেজের' সদস্য সংখ্যা কত?
Ans: ৫৩৮ জন।
52. 'Modern Constitution' বইটির লেখক কে?
Ans: কে সি হুইয়ার।
53. 'Sovereignty' শব্দের উৎস কি?
Ans: 'Sovereignty' শব্দটি লাতিন শব্দ Superanus এবং Sovrano শব্দ থেকে এসেছে।
54. ব্রিটেরেনর বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
Ans: ঋষি সুনাক।
55. সরকারের অঙ্গসমূহ কি কি?
Ans: আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ।
56. ব্রিটিশ আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
Ans: দ্বি-কক্ষ-বিশিষ্ট।
57. কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়?
Ans: September 17, 1787.
58. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি?
Ans: ডেমোক্রেটিক পার্টি।
59. মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোক্ষমতা কে প্রয়োগ করেন?
Ans: President.
60. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি। কে?
Ans: ভাইস প্রেসিডেন্ট।
61. "গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার"-উক্তিটি কার?
Ans: আব্রাহাম লিঙ্কন।
62. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
Ans: নির্বাচকমন্ডলী।
63. সংসদীয় গণতন্ত্রের জনক কে?
Ans: জন লক।
64. ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
Ans: মন্টেস্কু।
65. সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধান কে?
Ans: স্পীকার।
66. "Electorate is the main basis of Representative democracy" উক্তিটি কার?
Ans: Prof. Willoughby.
67. সংসদীয় সরকার পদ্ধতি কোন দেশে প্রচলিত আছে?
Ans: বাংলাদেশ এবং ব্রিটেন।
68. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও।
Ans: ছাত্র সংসদ, শ্রমিক সংঘ।
69. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
Ans: কংগ্রেস।
আরো পড়ুনঃ ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল ও গুরুত্ব
70. যুক্তরাজ্যের সরকার প্রধান কে?
Ans: প্রধানমন্ত্রী।
72. মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ করেন কে?
Ans: President.
73. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপত্বি কে করেন?
Ans: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট।
4
মাদকাসক্তি কি? এ সমস্যার সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা

Al Amin
১৯৮৫ সালের পারিবারিক অধ্যাদেশ এবং তার ধারা সমূহ

Al Amin
কল্যাণ রাষ্ট্র কি? কল্যাণ রাষ্ট্রের কার্যাবলী

Al Amin
মানুষের আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব

Al Amin
শিশু কল্যাণ কাকে বলে?
