Bangladesh Society and Culture Brief Question

Avatar

Shihabur Rahman

Academic

Bangladesh Society and Culture Brief Question

 

      এখানে মোট ৯৯টি Brief দেওয়া আছে।

      তার মধ্যে ৪৫টি সবচেয়ে গুরুত্বপূর্ণ Brief ✪✪✪ দেওয়া আছে। এগুলো পড়লেই সব কমন পড়বে ইনশাআল্লাহ। তবে রিস্ক নিতে না চাইলে, সবগুলোই পড়বেন।

 

  1. 'Dynamics of Bangladesh Society' গ্রন্থটির রচয়িতা কে? ✪✪✪

উত্তর: ড. এ কে নাজমুল করিম।

  1. 'Six Villages of Bangal' গ্রন্থটির রচয়িতা কে? ✪✪✪

উত্তর: রামকৃষ্ণ মুখার্জি।

  1. কোন ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি?

উত্তর: মাগধী প্রাকৃত ভাষা থেকে।

  1. ছয় দফার প্রথম দফা কি?

উত্তর: শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি।

  1. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?

উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

  1. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা? ✪✪✪

উত্তর: স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।

  1. বাংলাদেশে অতিনগরায়ণের যে কোন একটি কারণ লেখ।

উত্তর: অধিক জনসংখ্যা।

  1. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি কত সালে হয়েছিল?

উত্তর: ১৯৯৭ সালে।

  1. 'Political Elites in Bangladesh' গ্রন্থটির রচয়িতা কে? ✪✪✪

উত্তর: ড. রঙ্গলাল সেন।

  1. ‘An Esssay on the Principles of Population’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: ম্যালথাস।

  1. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?

উত্তর: ১.৩৩%।

  1. যুক্তফ্রন্ট কখন গঠিত হয়?

উত্তর: ১৯৫৩ সালে।

  1. বাংলাদেশে বসবাসরত চারটি উপজাতির নাম লিখ। ✪✪✪

উত্তর: চাকমা, মারমা, সাঁওতাল ও মণিপুরী।

  1. নরগোষ্ঠী কী? ✪✪✪

উত্তর: নরগোষ্ঠী বলতে একই দৈহিক আকৃতি ও বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিবর্গকে বোঝায়, যাদের এ বৈশিষ্ট্যগুলো উত্তরাধিকার সূত্রে বর্তিয়ে থাকে।

  1. বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠীর নাম লিখ।

উত্তর: গারো।

  1. প্রত্নতত্ত্ব কী?

উত্তর: প্রত্নতত্ত্ব হলো প্রাচীনকালের মুদ্রা বা অট্টালিকা প্রভৃতির ধ্বংসাবশেষ।

  1. দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ।

  1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? ✪✪✪

উত্তর: ২১শে ফেব্রুয়ারি।

  1. বাংলাদেশের কোন উপজাতি মুসলিম?

উত্তর: পাঙ্গন।

  1. পরিবার গঠনের পূর্বশর্ত কী?

উত্তর: বিবাহ।

  1. লিঙ্গ এবং জেন্ডার এর মধ্যে মৌলিক পার্থক্য কী?

উত্তর: লিঙ্গ প্রাকৃতিকভাবে সৃষ্ট, পক্ষান্তরে জেন্ডার মানবসৃষ্ট।

  1. 'Family' শব্দটি কোন প্রত্যয় থেকে এসেছে? ✪✪✪

উত্তর: Family শব্দটি Familia থেকে এসেছে।

  1. বহুপতি বিবাহ কি?

উত্তর: একজন মহিলার সাথে একাধিক পুরুষের বিবাহকে বহুপতি বা বহু স্বামী বিবাহ বলে।

  1. সামন্ত সমাজের এস্টেটগুলো কি? ✪✪✪

উত্তর: ৩টি। ১. ১ম শ্রেণি বা যাজক সম্প্রদায় ২. ২য় শ্রেণি বা অভিজাত সম্প্রদায় ৩. ৩য় শ্রেণি বা সাধারণ জনগণ।

  1. 'Kinship' প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ✪✪✪

উত্তর: L. H. Morgan.

  1. জ্ঞাতি সম্পর্কের মূল ভাগ কয়টি ও কী কী?

উত্তর: ২টি। ১. বর্ণনামূলক ও ২. শ্রেণিমূলক

  1. জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো কি? ✪✪✪

উত্তর: জ্ঞাতি সম্পর্কের ধারা হল ৪টি। যথা- ১. রক্ত সম্পর্কিত; ২. বৈবাহিক; ৩. কাল্পনিক ও ৪, প্রথাগত।

  1. মর্গান প্রদত্ত জ্ঞাতি সম্পর্কের ধরনগুলো কী?

উত্তর: ৪টি। যথা- ১. রক্ত সম্পর্কিত; ২. বৈবাহিক; ৩. কাল্পনিক ও ৪, প্রথাগত।

  1. 'The History of Human Marriage' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: এডওয়ার্ড ওয়েস্টারমার্ক।

  1. মানব সমাজের গুরুত্বপূর্ণ প্রাথমিক গোষ্ঠী কোনটি?

উত্তর: পরিবার।

  1. নয়াবাস পরিবার কি?

উত্তর: বিবাহের পর স্বামী-স্ত্রী যদি তাদের পিতা-মাতার গৃহে বসবাস না করে নিজেরা নতুন আবাস গৃহে বসবাস করে তাকে নয়াবাস বলে। ‌

  1. বাংলাদেশের মাতৃভাষা দিবস কোনটি?

উত্তর: ২১শে ফেব্রুয়ারি।

  1. কোন সংস্থা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?

উত্তর: ইউনেস্কো।

  1. সরোরেট বিবাহ কি? ✪✪✪

উত্তর: কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বিবাহ বলে।

  1. লেভিরেট বিবাহ কি? ✪✪✪

উত্তর: কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বিবাহ বলে।

  1. অরোপিত মর্যাদা কী?

উত্তর: সমাজের মানুষ জন্মসুত্রে ও ব্যক্তিগত গুনাবলির দ্বারা যে মর্যাদা লাভ করে তাকে অরোপিত মর্যাদা বলে।

  1. বাংলাদেশে যৌতুক নিরোধ আইন কত সালে প্রণয়ন করা হয়?

উত্তর: ১৯৮০ সালে।

  1. 'চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা' কে প্রবর্তন করেন? ✪✪✪

উত্তর: লর্ড কর্নওয়ালিস।

  1. 'চিরস্থায়ী বন্দোবস্ত’ কবে প্রবর্তিত হয়?

উত্তর: ১৭৯৩ সালে।

  1. জাতিভেদ প্রথা কত প্রকার?

উত্তর: ৪ প্রকার।

  1. ভূমিস্বত্ত্ব ব্যবস্থা কি?

উত্তর: ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে ভূমির উপর কৃষকের সত্ত্ব এবং সরকারের ভূমি রাজস্ব আদায়ের পদ্ধতিকে বুঝায়।

  1. বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত? ✪✪✪

উত্তর: ১১.৩০ শতাংশ।

  1. দাসপ্রথা প্রথম কোথায় বিস্তার লাভ করেছিল?

উত্তর: প্রাচীন গ্রিসে।

  1. কে দাসদেরকে জীবন্ত হাতিয়ার বলে উল্লেখ করেছেন?

উত্তর: গ্রিক দার্শনিক এরিস্টটল।

  1. স্বাধীন বাংলাদেশে প্রথম ভূমিসংস্কার আইন কত সালে প্রণীত হয়?

উত্তর: ১৯৮৯ সালে।

  1. বাংলাদেশে কত বিঘা পর্যন্ত ভূমির খাজনা মওকুফ করা হয়? ✪✪✪

উত্তর: ২৫ বিঘা।

  1. জীবন নির্বাহী খামার বলতে কি বোঝ? ✪✪✪

উত্তর: পারিবারিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে যে খামার তৈরি করা হয় তাকে জীবন নির্বাহী খামার বলা হয়।

  1. গ্রামীণ এলিট কী?

উত্তর: গ্রামীণ ধনীক শ্রেণি।

  1. গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? ✪✪✪

উত্তর: ড. মুহাম্মদ ইউনুস।

  1. গ্রামীণ শ্রেণি কাঠামোর মূল ভিত্তি কী?

উত্তর: ভূমি।

  1. CASTE শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? ✪✪✪

উত্তর: CASTE শব্দটি কোন শব্দটি পর্তুগিজ শব্দ থেকে উদ্‌ভূত হয়েছে।

  1. সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ কী?/ সামাজিক স্তরবিন্যাস কত প্রকার? ✪✪✪

উত্তর: ৪ প্রকার। যথা- ১. দাস প্রথা; ২. এস্টেট প্রথা; ৩. জাতিবর্ণ প্রথা ও ৪. সামাজিক শ্রেণি ও মর্যাদা গোষ্ঠী।

  1. সুশীল সমাজ ধারণাটির প্রবক্তা কে?

উত্তর: সুশীল সমাজ ধারণাটির প্রবক্তা প্রখ্যাত দার্শনিক টমাস হবস।

  1. "No society is classless or unstratified"- উক্তিটি কে করেছেন? ✪✪✪

উত্তর: কিংসলে ডেভিস ও উইলবার্ট ই. ম্যুর।

  1. 'Class, Status and Power' গ্রন্থটির রচয়িতা কে? ✪✪✪

উত্তর: Max Weber.

  1. "A caste is doubtlessly a closed status group" -উক্তিটি কার?

উত্তর: ম্যাক্স ওয়েবার এর।

  1. বাংলাদেশের উত্তরাঞ্চলে বসাবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ। ✪✪✪

উত্তর: সাঁওতাল।

  1. জাতিসত্তা কী? ✪✪✪

উত্তর: জাতিসত্তা বলতে এমন একদল সামাজিক গোষ্ঠীভুক্ত দলকে বোঝায়, যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে।

  1. বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি? ✪✪✪

উত্তর: চাকমা। 

  1. সাঁওতাল কোন নৃ- গোষ্ঠীর অন্তর্গত? ✪✪✪

উত্তর: অস্ট্রালয়েড।

  1. বাংলাদেশে বসবাসরত চারটি উপজাতির নাম লিখ।

উত্তর: চাকমা, মারমা, সাঁওতাল ও মণিপুরী।

  1. সাঁওতাল এথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? ✪✪✪

উত্তর: সাঁওতাল এথনিক সম্প্রদায় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বসবাস করে।

  1. 'বিঝু' কোন এথনিক গোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব?

উত্তর: চাকমা জনগোষ্ঠীর।

  1. বাংলাদেশের কোন অঞ্চলে জুমচাষ প্রচলিত রয়েছে? ✪✪✪

উত্তর: বাংলাদেশের পার্বত্য অঞ্চলে তথা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বৃহত্তর সিলেটের পার্বত্য অঞ্চলের আদিবাসীদের মধ্যে জুমচাষ প্রচলিত আছে।

  1. চাকমাদের ভাষার নাম কি? ✪✪✪

উত্তর: চাকমাদের ভাষার নাম হলো "চাঙমা ভাষা"

  1. গারোদের ভাষার নাম কী? ✪✪✪

উত্তর: মান্দি ভাষা বা আচিক ভাষা।

  1. সাংগ্রেং কোন এথনিক সম্প্রদায়ের অনুষ্ঠান?

উত্তর: রাখাইন।

  1. রাখাইনরা কোন জেলায় বাস করে?

উত্তর: কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায়।

  1. বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃ- গোষ্ঠীর নাম লিখ। ✪✪✪

উত্তর: গারো!

  1. চাকমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব কোনটি?/ চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কী বলে?

উত্তর: চাকমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব হলো বিঝু।

  1. কার্ল মার্কস সংস্কৃতিকে কি নামে আখ্যায়িত করেছেন।

উত্তর: কার্ল মার্কস সংস্কৃতিকে উপরিকাঠামো নামে আখ্যায়িত করেছেন।

  1. সংস্কৃতির প্রধান দু’টি ধরন কী? ✪✪✪

উত্তর: ১. বস্তুগত সংস্কৃতি ও ২. অবস্তুগত সংস্কৃতি।

  1. অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও।

উত্তর: ভাষা।

  1. ‘সংস্কৃতির অসম অগ্রগতি’ তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর: সমাজবিজ্ঞানী অগবার্ণ।

  1. ‘আমরা যা তাই আমাদের সংস্কৃতি এবং আমাদের যা আছে তাই আমাদের সভ্যতা’ -উক্তিটি কার?

উত্তর: ম্যাকাইভার-এর

  1. নগরায়ন কী? ✪✪✪

উত্তর: পল্লী এলাকাগুলো ধীরে ধীরে নগরে পরিণত হওয়াকে নগরায়ন বলে।

  1. নগর দারিদ্র্য কী?

উত্তর: যেসব নগরবাসী নিজেদের আয়ে তাদের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ তাদেরকে নগর দারিদ্র্য বলে।

  1. BARD এর পূর্ণরূপ কী? ✪✪✪

উত্তর: Bangladesh Academy for Rural Development.

  1. পুশ ফ্যাক্টর কী? ✪✪✪

উত্তর: গ্রামীণ, দারিদ্র্য, কাজের অভাব বা অন্যান্য আর্থিক ও সামাজিক সংকট গ্রামীণ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে শহর বা নগরের দিকে ধাক্কা বা চাপ দিয়ে ঠেলে দিলে তাকে পুশ ফ্যাক্টর বলে।

  1. BARD কোথায় অবস্থিত? ✪✪✪

উত্তর: কুমিল্লায় অবস্থিত।

  1. V-AID এর পূর্ণরূপ কি? ✪✪✪

উত্তর: এর পূর্ণরূপ হলো Village-Agricultural and Industrial Development.

  1. BRAC এর পূর্ণরূপ কি?

উত্তর: Bangladesh Rural Advancement Committee.

  1. কুমিল্লা মডেল’ কে চালু করেন? ✪✪✪

উত্তর: ড. আখতার হামিদ খান।

  1. ব্র্যাক এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: স্যার ফজলে হাসান আবেদ।

  1. BRDB এর পূর্ণনাম কি? ✪✪✪

উত্তর: Bangladesh Rural Development Board.

  1. 'বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড' কত সালে গঠিত হয়?

উত্তর: ১৯৮২ সালে।

  1. বাংলাদেশে কর্মরত দু'টি বেসরকারি সংস্থার নাম লিখ। ✪✪✪

উত্তর: বাংলাদেশে কর্মরত দুটি বেসরকারি সংস্থা হলো- ব্রাক ও আশা।

  1. কুমিল্লা মডেল কে এবং কত সালে চালু করেন? ✪✪✪

উত্তর: ড. আখতার হামিদ খান ১৯৬০ সালে কুমিল্লা মডেল চালু করেন।

  1. NGO- এর পূর্ণ অভিব্যক্তি কি? ✪✪✪

উত্তর: Non Government Organisation.

  1. 'আন্তর্জাতিক নারী দিবস' কত তারিখ পালিত হয়? ✪✪✪

উত্তর: 'আন্তর্জাতিক নারী দিবস' ৮ মার্চ পালিত হয়।

  1. জাতীয় নারী উন্নয়ন নীতি কবে ঘোষিত হয়?

উত্তর: ১৯৯৭ সালে।

  1. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি?

উত্তর: ৫০টি।

  1. তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?

উত্তর: ইলা মিত্র।

  1. CEDAW-এর পূর্ণরূপ কি? ✪✪✪

উত্তর: Convention on the Elimination of all forms of Discrimination Against Women.

  1. WAD এর পূর্ণরূপ কী? ✪✪✪

উত্তর: Women And Development.

  1. ধর্ম কী?

উত্তর: সাধারণ কথায়, ধর্ম হচ্ছে অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস।

  1. Secularism শব্দের অর্থ কী?

উত্তর: ধর্মনিরপেক্ষতা।

  1. বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ধর্ম কী?

উত্তর: ইসলাম।

  1. পাত্র পাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহ কত প্রকার ও কী কী?

উত্তর: ২ প্রকার। ১. একক বিবাহ ২. বহু বিবাহ।

 

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD